কনভয়ের পিছনে ছুটলেন অর্ধনগ্ন মহিলা, প্রতিবাদ বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে



প্রথম বিশ্বযুদ্ধের একশো বছরের স্মরণসভায় যোগ দিতে প্যারিসে যান মার্কিন প্রেসিডেন্ট। প্যারিস সফরে গিয়ে অভিনব প্রতিবাদের মুখে পড়তে হল ডোনাল্ড ট্রাম্পকে।

হিংসা ছড়াচ্ছেন উনি, শান্তি নয়'। এই অভিযোগে, স্লোগান দিতে দিতে অর্ধনগ্ন অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের কনভয়ের পিছনে ছুটলেন এক মহিলা। বিক্ষোভ দেখালেন কয়েকশো জনতা।

'ফেমেন' নামে একটি নারীবাদী সংগঠন বিক্ষোভের ডাক দিয়েছিল । মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্যারিসের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তাঁরা। রাস্তা দিয়ে ট্রাম্পের কনভয় যাওয়ার সময় তাঁদেরই একজন প্রকাশ্যে নগ্ন হয়ে ওই কনভয়ের পিছন পিছন দৌঁড়াতে থাকেন। তাঁর শরীরে লেখা ছিল 'ফেক পিসমেকার'। দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়িয়ে পথে নেমেছেন অনেকেই। তাঁদের অভিযোগ, মুখে শান্তি বার্তা দিলেও আসলে ট্রাম্পই বিশ্বে সবচেয়ে বেশি হিংসা ও অশান্তির সৃষ্টি করছেন।

প্যারিসে প্রথম বিশ্বযুদ্ধের একশো বছরের স্মরণসভায় আলোচনার অন্যতম বিষয় ছিল বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করা। ফ্রান্সের একটি সমাধিস্থলে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের প্রতি সম্মান জানানোর কথা ছিল ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পের। কিন্তু খারাপ আবহাওয়ার কারণ দেখিয়ে বাতিল করা হয় সেই কর্মসূচি।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়। কর্মসূচি বাতিল করে প্রথম বিশ্বযুদ্ধে নিহত সেনাদের অশ্রদ্ধা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।



Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment