ভয়াবহ দুর্ঘটনায় কোনোক্রমে রক্ষা পেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। দিল্লিতে ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুলের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস।
শুক্রবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ দিল্লির উড়ালপুলের ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে মুহূর্তের জন্য।
টুইটে বাবুল তিনি জানান, বিমানবন্দরে যাওয়ার সময় আমার গাড়িকে পেছন থেকে একটি ভলভো বাস ধাক্কা মারে। বড় একটা বাস ধাক্কা মারলেও নিরাপদে আছেন তিনি। ঘটনায় আহত না হলেও তাঁকেই যে বাকি রাস্তাটা গাড়ি চালাতে হয়েছে সেটা জানিয়েছেন বাবুল।
তবে ঘটনার পরে খুবই ভয় পেয়ে যান বাবুলের গাড়ির চালক। গাড়ি থেকে নেমে তাঁকে শান্ত করেন বাবুল নিজেই।
বাবুল বলেন, 'চালক খুব দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন। না হলে সেতু থেকে পড়েও যেতে পারতাম। কিন্তু তার পরে রীতিমতো কাঁপছিলেন উনি। আশ্বস্ত করলাম সব ঠিক আছে বলে।' অনেকে পুলিসে খবর দেওয়ার পরামর্শ দিলে বাবুল তাঁদের জানান, পুলিস সবটাই দেখেছে।
ট্যুইটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গও টেনে আনেন বাবুল। তিনি লেখেন, গাড়ি হোক, ফ্লাইট হোক বা মমতার অধীনস্থ পুলিশ, কার্যত জীবনটাই খুব ঝুঁকিপূর্ণ। কার কার সিসি টিভি ফুটেজ দেখবো?

0 comments:
Post a Comment