গর্ভবতী মেয়েকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। পরিবারের সম্মান রক্ষার জন্যই বাবার হাতে খুন হতে হয়েছে বলে পুলিশ তদন্ত উঠে এসেছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জালনা জেলার ভোকারদান গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত তরুণীর নাম ছায়া দুকরে। তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয় বলে অভিযোগ।
তরুণীর নাম ছায়া দুকরে। পুণের একটি কলেজে পড়তেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে এক যুবকের পরিচয় হয়। সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁদের শারীরিক সম্পর্কও হয়। তরুণী গর্ভবতী হয়ে পড়েন। তাঁর বাবাও কোনওভাবে মেয়ের গর্ভবতী হওয়ার বিষয়টি জানতে পারে।
পরিবারের সম্মান বাঁচানোর খাতিরে তারপরই মেয়েকে মেরে ফেলার ছক কষেন সে। আত্মীয়দের সাহায্য নিয়ে সে তার গর্ভবতী মেয়েকে খুন করে বলে অভিযোগ।
কয়েকদিন আগে ছায়াকে ধাওয়াদা-মেহগাঁওয়ে রাস্তার পাশে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে আসেন পুলিশের গোয়েন্দারা ও ফরেনসিক টিম। পুলিশের তরফ থেকে জানানো হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ছায়াকে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
গোয়েন্দারা জানতে পারেন, ছায়াকে খুন করার পিছনে ছায়ার বাবার পাশাপাশি হাত রয়েছে আরও চার আত্মীয়ের। এরপরই ছায়ার বাবার সঙ্গে পরিবারের আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনায় স্থানীয়রা মেলাতে পারছেন না ধৃত সমাধান দুকরে কাউকে খুন করতে পারেন। তিনি এলাকায় শান্ত স্বভাবের ও সম্মানীয় ব্যক্তি বলে পরিচিত।

0 comments:
Post a Comment