স্ত্রী শুধুই ফেসবুকে মত্ত থাকতেন। তা থেকেই দাম্পত্য কলহের সূত্রপাত। স্ত্রী রাতে ফেসবুক করছিলেন। অরুণ স্ত্রীকে বারবার বলেও নিজেকে শুধরায়নি স্ত্রী। শেষে স্ত্রীকে জাপটে ধরে গোটা শরীরে মাংস খুবলে কামড়াতে শুরু করে।
গুণধর স্বামীর স্থান হল শ্রীঘরে। চাঞ্চল্যকর এই ঘটনা মালদহের ইংরেজবাজারের ঘোড়াপিতে।
পালানোর চেষ্টা করে স্বামী। তবে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে বেধড়ক গণপিটুনি দেয়। এরপর ইংরেজবাজার থানার পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। জখম স্ত্রীও স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়।
গুরুতর জখম স্ত্রী কনক বারুইকে ভর্তি করা হয়েছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। মহিলাত্ শরীরের একাধিক জায়গায় সেলাই পড়েছে।

0 comments:
Post a Comment