ফের সাফল্য, জম্মু ও কাশ্মীরে ২ জেহাদি জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা



জঙ্গি দমনে ফের  সাফল্য ভারতীয় সেনার। মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের সোপিয়ানের সফনাগিরিতে তল্লাশি চালিয়ে দুই জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র। তবে এর সঙ্গে অন্য কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার গোপন সূত্রে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। তল্লাশির মাঝপথেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নজরে আসতেই, গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় সেনাও। তাতে দুই জঙ্গি খতম হয়। ঘটনায় কোনও জওয়ান, পুলিশকর্মী বা সাধারণ নাগরিক মারা যাননি। অন্য কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। দুই জঙ্গিকে খতম করতে পেরেছে ভারতীয় সেনা।

ক্রমাগত কাশ্মীরে অভিযান চালিয়ে যাচ্ছে সেনা। জঙ্গি দমনে একের পর এক সাফল্য পাচ্ছে ভারতীয় সেনা। যেখান থেকেই সন্ত্রাসবাদী থাকার খবর মিলছে, সেখানেই অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকজন জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

 এর আগে শনিবারও সোপিয়ানেই ভারতীয় সেনা নিকেশ করেছিল ২ পাকিস্তানী জঙ্গিকে।






Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment