ভারতে প্রতিটি রাজ্যের আলাদা ড্রাইভিং লাইসেন্স হয়ে থাকে যার ফলে অনেকের কাছে একাধিক ড্রাইভিং লাইসেন্স রাখতে হয় আলাদা আলাদা রাজ্যের জন্য।
তাছাড়া ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার সংযুক্ত থাকে না তাই প্রায় সময় সমস্যা তৈরি হয়।
মোদী সরকার তাই এবার গোটা দেশে একটা স্মার্ট ড্রাইভিং লাইসেন্স চালু করছে। ২০১৯ জুলাই মাস থেকেই চালু করা হবে এই নতুন লাইসেন্স। ২০১৯-এর জুলাই থেকে সেইসব ড্রাইভাররাই এই নয়া লাইসেন্স পাবেন। যাঁদের পুরনো লাইসেন্স রয়েছে, তাঁরা রিনিউ করানোর সময় এই স্মার্ট কার্ড পেয়ে যাবেন। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে নির্দেশিকা পাঠানো হয়েছে।
লাইসেন্সটি সব রাজ্যেই একইরকম দেখতে হবে। একই ফরম্যাট, একই রঙ, একই ডিজাইন ও একই সিকিউরিটি ফিচার থাকবে এতে।
গাড়ির ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট সবই হবে একটি স্মার্ট কার্ডের মত। সেই কার্ডে একটি কিউ আর কোডও থাকবে। এতে একটি মাইক্রোচিপ বসানো থাকবে। যার মধ্যে চালক এবং গাড়ির যাবতীয় তথ্য থাকবে। যার ফলে যেকোনও শহরেই ট্রাফিক পুলিশ যেকোনও গাড়ির তথ্য জানতে পারবে। অন্য রাজ্যের গাড়ি হলে সমস্যায় পড়তে হবে না তাঁদের।
এই স্মার্ট লাইসেন্স কার্ড ট্রাফিক পুলিশের কাছে থাকা বিশেষ অ্যাপ দিয়ে কাজ করবে। থাকবে ব্লাডগ্রুপ ও এমনকী কোনও চালকের দুর্ঘটনা হলে তাঁর কোনও অঙ্গদান করা আছে কিনা সেটার উল্লেখও থাকবে এই স্মার্ট কার্ডে।

0 comments:
Post a Comment