দিনের আলোয় নাইটি পরলেই দিতে হবে জরিমানা, আজব নিষেধাজ্ঞা নাইটিতে



অনেক অদ্ভুত নিয়মের কথা শোনা যায়। এবার নিষেধাজ্ঞা নাইটিতে। অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে মহিলাদের নাইটি পরার জন্য বিশেষ সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।  এ গ্রামের মহিলাদের দিনের আলোয় নাইটি পরার অনুমতি নেই।

অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ওয়েস্ট গোদাবরী জেলার তোকালাপল্লি গ্রামে মত্‍স্যজীবীদের বাস। সেখানেই এই বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বলা হয়েছে, দিনের আলোয় নাইটি পরা যাবে না। সূর্যাস্তের আগে নাইটি পরলেই জরিমানা কড়কড়ে ২০০০ টাকা। আর কেউ যদি ধরিয়ে দেয়, তাহলে ১০০০ টাকা পুরস্কারও দেওয়া হবে তাকে।

গ্রামের কয়েকজন প্রবীণ একটি কমিটি তৈরি করে এই আজব নিয়মের জন্ম দিয়েছেন। তাঁদের মতে, নাইটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে পোশাকটি দিনের কোন সময়ের জন্য তৈরি। আর তাই নাইট অর্থাত্‍ শুধুমাত্র রাতেই এই পোশাক পরিধানের অনুমতি রয়েছে মহিলাদের। তা সে কোনও মহিলা দিনভর নাইটি পরে স্বাচ্ছন্দ্য অনুভব করলেও কিছু করার নেই। প্রবীণ মোড়লদের নিয়ম মেনে নেওয়া ছাড়া কোনও উপায় নেই। কারণ না মানলেই শাস্তি খাঁড়া নেমে আসবে।

কোনও মহিলাকে দিনে নাইটিতে দেখলে রীতিমতো মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে তাঁকে। কমিটির তরফে জানানো হয়েছে, সকাল ৭টা থেকে সন্ধে ৭টার মধ্যে কাউকে এই পোশাকে দেখা গেলে ২০০০ টাকা জরিমানা করা হবে। যে ব্যক্তি এমন মহিলাকে ধরিয়ে দিতে পারবেন, তাঁকে আবার পুরস্কার হিসেবে ১০০০ টাকা দেওয়া হবে।

তবে এই অদ্ভুত নির্দেশের প্রতিবাদ জানাননি কোনও মহিলাই। নির্দেশ জারি করার পরের দিন তহসিলদার এমএস রাজু ও সাব-ইন্সপেএক্টর এম বিজয় কুমার গ্রামবাসীদের সঙ্গে গিয়ে কথা বলেন। কিন্তু কেউ আপত্তি জানাননি।

নাইটি পরার সময় বেঁধে দেওয়া হয়েছে সন্ধে ৭টা থেকে সকাল ৭টা। এর আগে বা পরে নাইটি পরা বারণ।

এই নিয়মটা নাকি চেয়েছিলেন মহিলারাই। তাঁদের দাবি, গ্রামের পুরুষরা মহিলাদের এই নাইটি পরায় অস্বস্তি বোধ করেন। তাঁরা পছন্দ করেন না যে মহিলারা নাইটি পরে দোকান-বাজারে ঘুরে বেড়ান। তবে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment