বাঁশবাগানে পড়ে মুণ্ডহীন দেহ, চাঞ্চল্য ছড়াল ডায়মন্ডহারবারের চাঁদনগরে। গ্রামের নির্জন এলাকায় বাঁশ বাগানের মধ্যে এদিন দুপুরে মুণ্ডহীন অবস্থায় এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা।
ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের চাঁদনগরের ঘোষ পাড়ায়। ধড় টুকু রয়েছে, মুণ্ড নেই। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ তল্লাশি শুরু করার পর পাশের ধানক্ষেত থেকে মুণ্ড উদ্ধার হয়।
পুলিশ দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই দেহটি স্থানীয় এলাকার বাসিন্দার নয়। অন্য কোথাও খুন করে, প্রমাণ লোপাটের জন্য ধড় থেকে মুণ্ড আলাদা করে নির্জন বাঁশবাগানে দেহ ফেলে দিয়ে যায় আততায়ীরা।
পুলিশ জানিয়েছে, নিহত যুবকের পরনে রয়েছে জিন্সের প্যান্ট ও টি-শার্ট। প্যান্টের পকেট থেকে একটি ২০০০ টাকা নোট ও কিছু কাগজপত্র উদ্ধার করেছে পুলিস। যুবকের পকেট থেকে পাওয়া কাগজপত্র খতিয়ে দেখে খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

0 comments:
Post a Comment