সমাজের কথা ভেবে আত্মহত্যা করল দেওর ও বৌদি



পরিবার এবং সমাজের কথা ভেবে আত্মহত্যা করল দেওর-বৌদি যুগল। মৃতদের নাম মৃন্ময় ঘোষ এবং রুপালি মণ্ডল। রুপালি সম্পর্কে মৃন্ময়ের পিসতুতো দাদার বউ।

দীর্ঘদিন ধরেই গোপনে তাদের প্রেম চলছিল। পরবার এবং সমাজের কথা ভেবেই আর বেশি এগোনোর সাহস পায়নি ওই যুগল। তবে তারা থেমেও যায়নি। গোপনেই চলেছে তাদের প্রেম।

ঘটনাটি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার সন্তোষপুর গ্রামের। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ।

তাদের প্রেম নিয়ে নিয়ে সুব্রত-রুপালি দম্পতির সংসারে শুরু হয় অশান্তি। বুধবার রাতে স্ত্রীকে খুব মারধোর করেন সুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সকালে সন্তোষপুরে মামা শ্বশুরের বাড়িতে চলে আসে রুপালি। দেওর মৃন্ময়কে বিয়ের প্রস্তাব দেয় রুপালি।

নিজের বাবাকে বৌদির সঙ্গে সম্পর্কের কথা বলে মৃন্ময়। আশ্বাস দিয়েছিলেন মৃত মৃন্ময়ের বাবা। আশ্বাস দিয়ে মাঠে চাষের কাজে গিয়েছিলেন পেশায় কৃষক মৃন্ময়ের বাবা। কিছুক্ষণ তিনি বাড়ি ফিরে আসেন। আর তখনই বন্ধ ঘরে মৃন্ময় এবং রুপালির একই দড়িতে ঝুলন্ত দেহ দেখতে পান।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment