রাম মন্দির হলে ভারতকে ফল ভুগতে হবে, হুমকি মাসুদ আজহারের



অযোধ্যার রাম মন্দির নির্মাণ ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল জঙ্গি নেতা মাসুদ আজহার। অযোধ্যায় রাম মন্দির নির্মিত হলে ভারতকে ফল ভুগতে হবে বলেও হুমকি দিয়েছে জয়েশ-ই-মহম্মদ প্রধান।

১৯৯২ সালের ডিসেম্বর মাসে বাবরি মসজিদের উপরে হামলা চালায় একদল হিন্দুত্ববাদী। বহু মানুষের তীব্র আঘাতের চোটে ভেঙে যায় মোঘল আমলে নির্মিত বাবরি মসজিদ। সেই ঘটনার পর পেরিয়ে গিয়েছে সিকি শতক। তবুও অবস্থার কোনও উন্নতি হয়নি। ওই বিতর্কিত জমি নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। আগামী জানুয়ারি মাসে শুনানি হওয়ার কথা রয়েছে।

এই মুহূর্তে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান আলোচিত বিষয় হচ্ছে রাম মন্দির। লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোরাল হচ্ছে রাম অযোধ্যায় রাম মন্দির নির্মাণের দাবি। যা নিয়ে শরিক দলের তোপের মুখে পড়তে হয়েছে শাসক বিজেপিকেও।

এই অবস্থায় রাম মন্দির নির্মাণ নিয়ে সরাসরি ভারত সরকারকে আক্রমণ করল জঙ্গি প্রধান মাসুদ আজহার। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে হিংসা ছড়ানোর হুমকি দিয়েছে এই জঙ্গি নেতা। তার কথায়, 'অযোধ্যায় অস্ত্র হাতে নিয়ে অমুসলিমরা রাম মন্দিরের দাবিতে আন্দোলন করছে। ওদের দেখে মুসলিমরা ভয় পাচ্ছে।' একই সঙ্গে জঙ্গি মাসুদ আরও বলেছে, 'মুসলিমদের জন্য এটা খুব ভয়ংকর সময়। আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি।'

অযোধ্যার বিতর্কিত জমিতে বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। আগামী জানুয়ারি মাসে সর্বোচ্চ আদালতে সেই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

২০১৯ সালের সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে ক্রমশ জোরাল হচ্ছে রাম মন্দির নির্মাণের দাবি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জমায়েত করা হচ্ছে অযোধ্যায়।

জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের প্রধান বলেছে, 'বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণ করার কথা হচ্ছে।

এই অবস্থায় মুসলিম সমাজকে পালটা লড়াইয়ের ময়দানে নামার কথা বলেছে জঙ্গিন নেতা মাসুদ। তার মতে, 'বাবরি মসজিদ আসলে মুসলিমদের কাছে একটা বড় পরীক্ষা। এটা একটা ভয়ানক সময়। আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত।'

অযোধ্যার ওই জমিতে মসজিদ নির্মাণের দাবি করেছে জয়েশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার। এই জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছে মাসুদ। তার মতে, 'আমি আবেদন করব আমাদের বাবরি মসজিদ ফিরিয়ে দেওয়া হোক। মুসলিমদের সম্মান ফিরিয়ে দেওয়া হোক।' সেই সঙ্গে মাসুদ আজহার আরও বলেছে, 'যদি আমরা পাপ করে ফেলি তাহলে আমাদের ক্ষমা করে দেবেন।'

ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সন্ত্রাস চালিয়েছে মাসুদ আজহার। ২০১৬ সালের উড়ি সেনা শিবিরে হামলার মাস্টার মাইন্ড ছিল এই মাসুদ। পাঠানকোট হামলার সঙ্গেও এই জঙ্গি নেতা জড়িত ছিল। ভারতে জেলে বন্দি হয়ে পড়েছিল মাসুদ আজহার। ১৯৯৯ সালে কান্দাহার বিমান অপহরণ করে হারকাত-উল-মুজাহিদিন নামের এক জঙ্গি সংগঠনের সদস্যরা। মাসুদ আজহারের মুক্তির বিনিময়ে সেই বিমানের যাত্রীদের মুক্তি দেওয়া হয়।

মাসুদ আজহার বলেছে, 'ঈশ্বরের স্বার্থে, ধর্মের স্বার্থে আমরা লড়াই করতে প্রস্তুত রয়েছি। একজন বা দু'জন নয়, হাজার হাজার মানুষ জীবন দিতে তৈরি। বাবরি মসজিদ আমরা ফেরত চাই। সেখানে কোনও মূর্তি প্রতিষ্ঠা করতে দেব না।'
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment