বাসে যুবতীকে দেখে যৌনাঙ্গ বের করে হস্তমৈথুন, মুখ ফিরিয়ে সহযাত্রীরা



রাজধানী দিল্লিতে চলন্ত বাসে এক যুবতীকে দেখে সামনে বসেই হস্তমৈথুন করতে শুরু করে এক ব্যক্তি। শেষপর্যন্ত বাসের অন্যান্য যাত্রীরা সাহায্যে এগিয়ে না এলেও, নিজেই অভিযুক্তকে পুলিসে ধরিয়ে দেন ওই যুবতী।

গত মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে। ওই যুবতী জানান, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে যুবতী বসে ছিলেন। বসন্ত কুঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল বাস। তার মাঝেই অভিযুক্ত প্যান্ট খুলে যৌনাঙ্গ বের করে ফেলে বলে অভিযোগ। যুবতীর সামনেই প্যান্ট খুলে হস্তমৈথুন করতে থাকে সে।

ওই ব্যক্তিকে এই অবস্থায় দেখে অভিযুক্তকে পাকড়াও করেন যুবতী। বাস বোঝাই লোকের সামনেই যুবতী নিজেই অভিযুক্তকে জুতো থাপ্পড় মারধর শুরু করেন। বাসে অন্য যাত্রীদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেননি।

এরপর নিজেই পুলিশকে ফোন করেন। জানা গিয়েছে, অভিযুক্তকে বাস থেকে টেনে নামিয়ে যুবতীই পুলিশের হাতে তুলে দেন। পুলিশ গ্রেফতার করে মামলা দায়ের করেছে। ধৃত ওই ব্যক্তির নাম মুকেশ রঞ্জন কুমার। শ্লীলতাহানির দায়ে গ্রেফতার করা হয় তাকে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment