পাকিস্তানে সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে চলেছে পাকিস্তান । পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মহম্মদ ফয়জল এদিন সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেছেন।
ইসলামাবাদে সাংবাদিক সম্মেলনে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, শান্তির লক্ষ্যে ভারত এক পা এগোলে পাকিস্তান দুই পা এগোবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্ক সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে। এখন দেখার এবছর প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানে যান কিনা।
১৯৮৫-সার্কের সূচণা হয়। সার্ক সম্মেলন দক্ষিণ এশিয়ার আটটি দেশের প্রধানকে নিয়ে একটি বৈঠক। প্রতি দুবছর অন্তর এটি হয়। এতে আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ রয়েছে।
২০১৬ সালে সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল ইসলামাবাদে। তবে কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারত তা বাতিল করে দেয়। সার্ক চুক্তি অনুসারে সদস্য কোনও দেশ সম্মেলন বয়কট করলে বাতিল হয়ে যায় সেই সম্মেলন।
ভারতের পথে হেঁটে সেবছর বাংলাদেশ, ভূটান, আফগানিস্তান ইসলামাবাদে হতে চলা সার্ক সম্মেলন বয়কট করে। ফলে আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
প্রসঙ্গত সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিতে দক্ষিণ এশিয়ার দেশগুলি রয়েছে। ভারত, পাকিস্তান, নেপাল, ভূটান, বাংলাদেশ, আফগানিস্তান, মলদ্বীপ ও শ্রীলঙ্কা এর সদস্য দেশ।

0 comments:
Post a Comment