বড়সড় নাশকতার ছক শহরে , হাই অ্যালার্ট জারি, লুকিয়ে দুই জঙ্গি



রাজধানী দিল্লিতে বড়সড় নাশকতার আশঙ্কা রয়েছে,  যেকোনও মুহূর্তে নাশকতামূলক হামলা হতে পারে সেখানে। দুই সন্দেহভাজন জয়েশ-ই-মহম্মদ জঙ্গি শহরে প্রবেশও নাকি করেছে। দিল্লি পুলিশ ইতিমধ্যে দুই সন্দেহভাজন জঙ্গির ছবিও প্রকাশ করেছে। রাজধানীতে জারি হাই অ্যালার্ট। ওই '‌জনকে দেখা মাত্রই পুলিসে খবর দিতেও বলা হয়েছে পুলিসের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে। শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস ও যেসব বাড়িতে পেইংগেস্ট হিসেবে থাকেন বিদেশিরা, সেসব বাড়িতে নজর রাখছে পুলিশ।

হাই অ্যালার্ট জারি করাই শুধু নয়, মঙ্গলবার সন্দেহভাজন জঙ্গিদের  ছবিও প্রকাশ করেছে দিল্লি পুলিশ।

জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে দিল্লি জুড়ে। হোটেল, অতিথিশালা, পেয়িং গেস্টগুলিতে হানা দিচ্ছে পুলিশ। এক পুলিশ কর্তা জানিয়েছে, যেসব জায়গায় বিদেশি ছাত্র বা পড়ুয়ারা থাকতে আসে সম্ভাব্য এমন সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে

সাধারণ মানুষকে সচেতন করতে জঙ্গিদের ছবি পোস্টার আকারে অলিতে গলিতে চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয়েছে তাদের ছবি। সেই সঙ্গে দিল্লিবাসীর কাছে পুলিশের আবেদন, জঙ্গিদের দেখা মাত্র স্থানীয় থানায় যেন তারা যোগাযোগ করেন।

 দিল্লি পুলিশ জঙ্গিদের যে ছবি প্রকাশ্যে এনেছে তাতে দেখা গিয়েছে, ওই দুই জন মাইলস্টোনের পাশে দাঁড়িয়ে। মাইলস্টোনে উর্দুতে লেখা, ফিরোজপুর ৯ কিমি, দিল্লি ৩৬০ কিমি। অমৃতসরের বিস্ফোরণস্থল থেকে পঞ্জাবের ফিরোজপুর দুরত্ব ১৩৩ কিমি। রবিবার এখানে বিস্ফোরণে তিন জন মারা যায়, আহত ২০ জন।

ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। তদন্তকারীদের দাবি, রাজধানী দিল্লিতেও ঢুকে পড়েছে জঙ্গিরা।

জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজাদ। গত মাসে কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা গিয়েছে তার ভাইপো। সেই ঘটনার প্রতিশোধ নিতে দিল্লিতে জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment