১৬ বছর পর মুক্ত পাকিস্তানি নাগরিক, সঙ্গে নিয়ে গেলেন ভগবত গীতা




পাকিস্তানের নাগরিক জালালুদ্দীন ১৬ বছর পর রবিবার বারাণসীর জেল থেকে ছাড়া পেয়ে পাকিস্তান ফিরে গেলেন। এত বছর পর দেশের মাটিতে ফিরছেন ওই পাক নাগরিক, সঙ্গে নিয়ে গেলেন ভগবত গীতার একটি কপি।

বারানসির ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার হন পাকিস্তানের নাগরিক জালালুদ্দীন। আপত্তিকর সন্দেহজনক নথিপত্র সমেত গ্রেফতার করা হয়েছিল।

বারাণসী সেন্ট্রাল জেলের সিনিয়র সুপারইন্টেন্ডেন্ট অম্বরীশ গৌড় জানান, পাকিস্তানের সিন্ধ প্রদেশ থেকে আসা জালালুদ্দিন ২০০১ সালে ক্যান্টনমেন্ট এলাকার বায়ুসেনার কার্য্যালয়ের কাছে আপত্তিকর কাগজপত্র সহ ধরা পড়েছিলেন। পুলিশ তাঁর কাছ থেকে ক্যান্টনমেন্ট এলাকার ও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার মানচিত্র উদ্ধার করে।

এরপরই তাঁকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সরকারি গোপনীয়তা রক্ষা আইন ও বিদেশি নাগরিক আইনে তাঁর সাজা হয়। তাঁকে স্থানীয় থানার হাতে তুলে দেওয়া হয়েছিল। তখন তিনি ভগবত গীতার একটি কপি নিজের সঙ্গে রাখেন।

গাউর আরও জানান, "তাকে সরকারি গোপনীয়তা আইন ও ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয়। জালালুদ্দীনকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এখন সে ভগবত্‍ গীতার কপি সঙ্গে নিয়ে যাচ্ছে। "

গ্রেফতার করার সময়  সে তখন মাত্র হাইস্কুল গ্রাজুয়েট ছিল। জেলেই সে ইন্টারমিডিয়েট ও স্নাতোকোত্তর হয় ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি থেকে(IGNOU)। জেলে বসে ইলেকট্রিশিয়ান কোর্সও সম্পূর্ণ করেন। গত ৩ বছর জেলবন্দিদের ক্রিকেট লিগে আম্পায়ারিংও করেছেন।

একটি স্পেশাল পুলিশ টিম জালালুদ্দীনকে অমৃতসর  নিয়ে গিয়েছে। সেখানেই ওয়াঘা-আত্তারি সীমান্তে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।

Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment