দিওয়ালীর আগের দিন দীপাবলির রাতে ভয়ঙ্কর পাশবিক ঘটনা ঘটল উত্তর প্রদেশের মিরাটে। মাত্র তিন বছরের এক বাচ্চা মেয়ের মুখের ভিতরে বাজি ধরিয়ে ফাটানো হল।
আশঙ্কা জনক অবস্থায় বাচ্চা মেয়েটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা সংকটজনক। অভিযুক্ত হরপাল পাড়ারই এক যুবক।
পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কেস ফাইল করেছে। আপাতত ফেরার সেই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
হাসপাতাল সূত্রে খবর শিশুটির মুখে ৫০টি সেলাই পড়েছে। তার পরেও বিপদ কাটেনি। মুখে নাকি সংক্রমণ হয়ে গিয়েছে।
গুরুতর আহত ওই শিশু কন্যার বাবা শশী কুমার পাড়ারই এক যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
পুলিসকে তিনি জানিয়েছেন দীপাবলির দিন বাড়ির বাইরে মেয়ের সঙ্গে খেলা করছিল পাড়ার যুবক হরপাল। এরপরই একটি 'সুতুলি বোমা' শিশুটির মুখে পুরে দিয়ে আগুন ধরিয়ে দেয় সে।
আগুন দেওয়ার পরে ফেটে যায় বাজিটি। ঘটনাস্থলেই অচৈন্য হয়ে পড়ে শিশুটি। শব্দ পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা।
সঙ্গে সঙ্গেই পুড়ে ও ফেটে যায় ওই শিশু কন্যার মুখ। ভয়ানকভাবে আহত হয় মেয়েটি। ইতিমধ্যেই তার মুখে ৫০টি সেলাই পড়েছে। তার গলার ভিতরের অংশে ভয়ানক ইনফেকশন হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ৫০টি সেলাইয়ের পরেও কাটেনি বিপদ।

0 comments:
Post a Comment