যারা ব্যবসার জন্য ঋণ নিতে চান, তাঁদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দিল্লিরর বিজ্ঞান ভবনের এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, মাত্র ৫৯ মিনিটের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে এই প্রকল্পের মাধ্যমে।
MSME-তে আরও জোর, ১ ঘণ্টারও কম সময়ে মিলবে ১ কোটি টাকার ঋণ, MSME সাপোর্ট প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আরও বেশি করে মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজে জোর দিচ্ছে।
কেন্দ্রীয় সরকার ১২টি নতুন পলিসি নিয়ে আসার কথা ঘোষণা করলেন তিনি। ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে। এছাড়া কর্মসংস্থান বাড়বে বলেও জানিয়েছেন তিনি।
এই বিশেষ MSME প্রোগ্রাম চালু হল শুক্রবার থেকে। ১০০ দিন ধরে ১০০টি জেলায় চলবে এই প্রোগ্রাম।
MSME-র ক্ষেত্রে জিএসটি রেজিস্টার করা থাকলে ২ শতাংশ সুদ ছাড় পাওয়া যাবে। এই স্কিমের জন্য ভারত আগামদিনে অনেক দূর এগিয়ে যাবে, উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।

0 comments:
Post a Comment