কম সময়ে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ, ব্যবসার জন্য বিশেষ সুবিধা ঘোষণা প্রধানমন্ত্রীর



যারা ব্যবসার জন্য ঋণ নিতে চান, তাঁদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লিরর বিজ্ঞান ভবনের এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, মাত্র ৫৯ মিনিটের মধ্যে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ মিলবে এই প্রকল্পের মাধ্যমে।

MSME-তে আরও জোর, ১ ঘণ্টারও কম সময়ে মিলবে ১ কোটি টাকার ঋণ, MSME সাপোর্ট প্রোগ্রাম লঞ্চ করতে গিয়ে একথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র আরও বেশি করে মাইক্রো, স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজে জোর দিচ্ছে।

কেন্দ্রীয় সরকার ১২টি নতুন পলিসি নিয়ে আসার কথা ঘোষণা করলেন তিনি। ফলে ছোট ও মাঝারি ব্যবসায়ীরা বিশেষ উপকৃত হবে। এছাড়া কর্মসংস্থান বাড়বে বলেও জানিয়েছেন তিনি।

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, MSME মন্ত্রকের প্রতিমন্ত্রী গিরিরাজ সিং। সারা দেশে ১০০টি জেলায় ১০০দিন ধরে এই অনুষ্ঠান চলবে।

এই বিশেষ MSME প্রোগ্রাম চালু হল শুক্রবার থেকে। ১০০ দিন ধরে ১০০টি জেলায় চলবে এই প্রোগ্রাম।

MSME-র ক্ষেত্রে জিএসটি রেজিস্টার করা থাকলে ২ শতাংশ সুদ ছাড় পাওয়া যাবে। এই স্কিমের জন্য ভারত আগামদিনে অনেক দূর এগিয়ে যাবে,  উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদী।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment