'স্ট্যাচু অফ ইউনিটি' বিশ্বের সবচেয়ে বড় মূর্তি উদ্বোধনে প্রধানমন্ত্রী, বিশেষ ট্রেন আইআরসিটিসি -এর



আজ ৩১ অক্টোবর বুধবার বিশ্বের সবচেয়ে বড় এই মূর্তি যার উচ্চতা ১৮২ মিটার তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী জানান, 'স্ট্যাচু অফ লিবার্টি' নিউ ইয়র্কের বুকে আকর্ষনীয়, তেমনই সর্দার বল্লভভাই প্যাটেলের 'স্ট্যাচু অফ ইউনিটি' ভারতের বুকে বিরাজমান থাকবে। এই মূর্তিটি পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। 

১৮২ মিটার উচ্চতার ওই মূর্তি তৈরি করতে ২৯৮৯ কোটি টাকা ব্যয় হয়েছে। সময়ে লেগেছে ৩৩ মাস।

'স্ট্যাচু অফ ইউনিটি'র সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তিটিতে দুটি উচ্চ-গতির যাত্রী এলিভেটর রয়েছে, যা পর্যটকদের গ্যালারি থেকে মূর্তির সামনে নিয়ে যাবে। একসঙ্গে ২০০ পর্যটক উঠতে পারবেন এই এলিভেটরে।

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের জন্য 'স্ট্যাচু অফ ইউনিটি' উদ্বোধনে বিশেষ ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি। 'স্ট্যাচু অফ ইউনিটি'র উদ্বোধনী অনুষ্ঠানে রাজকোট থেকে 'একতা এক্সপ্রেস' ট্রেন চালানো হবে।

৩১ অক্টোবর 'একতা এক্সপ্রেস' যাত্রা শুরু করবে রাজকোটের উদ্দেশ্যে। এই বিশেষ ট্রেন রাজকোট, সুরেন্দ্র নগর, বিরামগম, সবরমতী, আনন্দ, ভদোদরা, ভারুচ, সুরাট, বাপি, কল্যাণ ও পুনে ছুঁয়ে যাবে। এই ট্রেনটি রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী, কোচুভেলি, ত্রিভান্দুম, তিরুপতি, শিরদি এবং শনি শিংগনপুরের গুরুত্বপূর্ণ স্টেশনেও পৌঁছবে।

টানা ১২ দিন চলবে এই ট্রেন। আগ্রহী যাত্রীরা অনলাইন তাদের টিকিট বুকিং করতে পারবেন। 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment