বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় মিজোরামকে গুলিয়ে ফেললেন মণিপুরের সঙ্গে।
ভোট মিজোরামে। কংগ্রেস সভাপতি লিখলেন মণিপুর। আর তাতেই বিপত্তি। বিজেপির পক্ষ থেকে ১০০ বার মিজোরামের নাম লিখতে বলা হয়েছে। তাহলে আর ভুল হবে না। উত্তর-পূর্ব ভারতে মিজোরামে ভোট রয়েছে। তার আগে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস।
সৈনিক স্কুলের একটি খবরের পরিপ্রেক্ষিতেই ফেসবুকে মিজোরামের জায়গায় মণিপুর লিখে দেন রাহুল। মিজোরামের ওই সৈনিক স্কুলটি দীর্ঘ অর্ধশতাব্দি পর মেয়েদের জন্যও খুলে দেওয়া হয়েছে। কংগ্রেস শাসিত মিজোরামের এই খবরে আহ্লাদে ফেসবুকে পোস্ট করেন রাহুল। রাহুল লেখেন, 'সুযোগ পেলে একটি মেয়ে সব কিছু করতে পারে। মণিপুরের সৈনিক স্কুলের এই মেয়েরাই তার প্রমাণ। এই সাহসিনীদের আমার শুভেচ্ছা। তোমরাই ভারতের ভবিষ্যত্। আমরা গর্বিত।' তা দেখেই ঝাঁপিয়ে পড়ে বিজেপি কারন, ওই সৈনিক স্কুলটি মিজোরামের, মণিপুরের নয়।
এই মোক্ষম সুযোগ ছাড়েনি বিজেপি। বিজেপি'র তথ্যপ্রযুক্তি প্রধান অমিত মালব্য রাহুলের ফেসবুক পোস্ট টুইটারে তুলে লেখেন, এর থেকেই বোঝা যাচ্ছে উত্তর-পূর্ব ভারত নিয়ে কংগ্রেসের কতটা তাচ্ছিল্য করে।
রাহুল গান্ধী বাড়ি গিয়ে একশো বার লিখুন। 'মিজোরাম ও মণিপুর উত্তর-পূর্ব ভারতের দুটি আলাদা রাজ্য। এটা আমি কংগ্রেস সভাপতি থাকাকালীন সবসময় মনে রাখব।'

0 comments:
Post a Comment