গোয়ায় সরকার বাঁচাতে কংগ্রেসকে পাল্টা বিজেপির। সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বারবার বিজেপিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় গোয়ায়। এবার সেই চ্যালেঞ্জে জবাব দিতে চলেছে বিজেপি। মঙ্গলবার অমিত শাহের সঙ্গে দেখা করার পর কংগ্রেসের দুই বিধায়কের বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা। বিজেপিতে যোগ দিতে চলেছেন দুই কংগ্রেস বিধায়ক।
কংগ্রেসের দুই বিধায়ক দয়ানন্দ সোপ্তে ও সুভাষ শিরোদকার ইতিমধ্যেই দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। অমিত শাহের সঙ্গে দেখা করার পর তাঁরা BJP-তে যোগ দেবেন। দু'জনেই মাঝরাতের বিমানে করে দিল্লি গিয়েছেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শরিপদ নায়েক।
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে মানদ্রেম কেন্দ্র থেকে দয়ানন্দ সোপ্তে হারিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরকে। সেই জায়েন্ট কিলার বিধায়কই এবার পা বাড়ালেন বিজেপির দিকে। সেইসঙ্গে শিরোদ কেন্দ্র থেকে জয়ী শিরোদকারও কংগ্রেস ছাড়লেন। বিজেপির শক্তি বাড়ল দুজনের যোগদানে।
গোয়ায় সম্প্রতি আস্থা ভোটের সম্ভাবনা তৈরি হয় মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকরের অনুপস্থিতিতে। তিনি সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। কংগ্রেস গোয়ার রাজ্যপালের কাছে সরকার গড়ার আবেদন করেছিল। জানিয়েছিলেন বিজেপির সঙ্গে পর্যাপ্ত সংখ্যা নেই। তাঁরা বৃহত্তম দল, তাই তাঁদের সরকার গড়ার অনুমতি দেওয়া হোক। এই অবস্যায় কংগ্রেসের বৃহত্তম তকমা কাটতে মরিয়া হয়ে ওঠে বিজেপি। বিজেপি দুই কংগ্রেস বিধায়ককে ভাঙিয়ে মোক্ষম জবাব দেয়।
বর্তমানে কংগ্রেসের ১৬ জন বিধায়ক রয়েছেন। এদিকে, BJP-র হাতে আছে ১৪ জন বিধায়ক। তিনজন করে বিধায়ক আছে গোয়া ফরোয়ার্ড পার্টি, MGP ও নির্দলের। NCP-র একজন বিধায়ক আছে। এই অবস্থায় দুজন কংগ্রেস বিধায়কের যোগদানের অর্থ অবস্থান বদল হয়ে য়াওয়া প্রবল প্রতিদ্বন্দ্বী দুই দলের। দু'জন দলত্যাগ করলে কংগ্রেসের সংখ্যা দাঁড়াবে ১৪।
বৃহত্তম দল হয়েও রাজ্যে সরকার গড়তে ব্যর্থ হয়েছিল কংগ্রেস। ভোটে হেরেও বিজেপি কিস্তিমাত করেছিল ছোট দলগুলিকে নিয়ে। মনোহর পার্রিকরকে মুখ্যমন্ত্রী হওয়ার শর্তে সমর্থন পেয়েছিল বিজেপি। তারপর কংগ্রেস ভাঙিয়ে বিধায়ক নিয়ে আসার খেলা জারি রাখে বিজেপি। এবার সংকটে পড়তে ফের ভাঙন-অস্ত্র প্রয়োগ বিজেপির। কংগ্রেস বৃহত্তম দল, ফের ব্যর্থ ।

0 comments:
Post a Comment