আতঙ্ক বাড়ল পাকিস্তান ও চিনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে ঐতিহাসিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করল ভারত ও রাশিয়া। আমেরিকার নিষেধকে তোয়াক্কা না করে রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল ভারত।
এই চুক্তির ফলে প্রায় ৫০০ কোটি ডলারের বিনিময়ে পাঁচটি সুবিশাল এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র আসতে চলেছে ভারতের অস্ত্রাগারে। মাটি থেকে আকাশ পথে শত্রুপক্ষকে এবার নিমেষে ধ্বংস করে দিতে পারবে ভারতীয় সেনা। ভারতীয় মুদ্রায় প্রায় ৪০ হাজার কোটি টাকার প্রতিরক্ষা চুক্তিতে শুক্রবার স্বাক্ষর করেন পুতিন ও মোদি দুই রাষ্ট্রনেতা।
স্বাক্ষর হয় আরও আটটি চুক্তি। দুই দেশের বিদেশমন্ত্রকের মধ্যে স্বাক্ষর হয় 'প্রটোকল ফর কনসালটেশন' নামক একটি মউ। সমঝোতা স্মারক স্বাক্ষর করে রুশ অর্থমন্ত্রক ও ভারতের নীতি আয়োগ এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ও রুশ মহাকাশ গবেষণা সংস্থা। পারমাণবিক শক্তি, রেল, ক্ষুদ্র শিল্প ইত্যাদি ইত্যাদি ।
কিন্তু সবচেয়ে বেশি যে চুক্তি নিয়ে আলোচিত হচ্ছে তা হল এস-৪০০ মিসাইল। রুশ প্রযুক্তিতে নির্মিত এই মিসাইল নাকি ভয় পায় আমেরিকা। এমন মিসাইল পেতে চিন পর্যন্ত রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। কী এমন আছে এই মিসাইলে যা নিয়ে এত আলোচনা ও উন্মাদনা?
এই এস-৪০০ বোমারু বিমান, জনহীন বিমান (ড্রোন), দ্রুত গতির জেট এবং ক্রুজ মিসাইল ধ্বংসে করে দেয় মুহূর্তের মধ্যে। মার্কিন নির্মিত এমআইএম-১০৪ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র থেকে আড়াইগুণ বেশি দূরত্বে আঘাত হানতে পারে।
এই মিসাইল একই সময়ে ৩২টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। একই সময়ে ৭২টি মিসাইল ছুঁড়তে সক্ষম। এটি মাঝারি ও দুরপাল্লা বিমান হামলা প্রতিরোধে সক্ষম। ভারতীয় বায়ুসেনা বাহিনীর প্রধান জানান, এই মিসাইল বায়ুসেনার অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করবে। এর অন্যতম কাজ হল গোপনে শত্রু দেশের বিমানের অবস্থানে আঘাত হানা। এর লক্ষ্যমাত্রা সর্বোচ্চ ৬০০ কিলোমিটার। মিসাইল শনাক্ত ও ধ্বংস করতে পারে ৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে।
আপাতত রাশিয়া থেকে পাঁচটি এস-৪০০ মিসাইল ভারতে আসবে। ২৪ মাস পর থেকে ভারতে এই মিসাইল আসা শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ''কৌশলগত চুক্তির ক্ষেত্রে নতুন চ্যাপ্টারের সূচনা হল। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে মস্কোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছে নয়াদিল্লি। ভারতের উন্নয়নে সবসময় পাশে থেকেছে রাশিয়া।''
যৌথ সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংবাদিকদের সামনে দু'দেশের মধ্যেকার সম্পর্কের ঐতিহাসিক মূল্যবোধ উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Delhi: Russian President Vladimir Putin meets President Ram Nath Kovind at Rashtrapati Bhavan pic.twitter.com/tbZrwQB6Ph— ANI (@ANI) October 5, 2018
এরপর রুশ ও ভারতীয় পড়ুয়াদের সঙ্গে সাক্ষাত্ করেন মোদি ও পুতিন। তাঁদের সামনে তুলে ধরেন ভারত-রাশিয়া দু'দেশের পারস্পরিক রসায়নের ইতিহাস।
#WATCH:PM Modi addresses India-Russia Business Summit https://t.co/hs0nqzLKYu— ANI (@ANI) October 5, 2018
এদিকে ভারত-রাশিয়া এস-৪০০ মিজ়াইল চুক্তি নিয়ে প্রথম থেকে কড়া অবস্থান নেয় অ্যামেরিকা। হুঁশিয়ারি দেওয়া হয়, যদি কোনও দেশ রাশিয়ার সঙ্গে 'উল্লেখযোগ্য' বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে তাহলে সেই দেশকেও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এছাড়াও বলা হয়, চুক্তির উপর কড়া মার্কিনি নজর রয়েছে।

0 comments:
Post a Comment