স্বচ্ছ ভারত, স্বচ্ছতা হি সেবা ভারতকে স্বচ্ছ করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি ঝাড়ু হাতে রাস্তায় নামতে দেখা গিয়েছে খোদ প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের। কদিন আগে পুদুচেরির মুখ্যমন্ত্রী নারায়ণস্বামীর একটি ফুটেজ ভাইরাল হয়েছিল, যাতে দেখা গিয়েছিল ম্যানহোলে নেমে পাক পরিষ্কার করছিলেন তিনি। এসব নিদর্শনের মধ্য কিন্তু তাঁর দলের নেতা মন্ত্রীরা স্বচ্ছতার পাঠ নিচ্ছে আর কই?
রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী কালি চরণ সরফের পর আরও এক বিজেপি নেতা রাজস্থান সিডস কর্পোরেশনে চেয়ারম্যান শম্ভু সিংকে প্রকাশ্যে প্রস্রাব করতে দেখা গেল। দেওয়ালে ঝুলছে বসুন্ধরা রাজের ছবি। আশে আরও দু-চারখানা পোস্টার রয়েছে মুখ্যমন্ত্রীর। একটি ছবি আবার ঝুলে পড়েছে মাটির পাশে। কিন্তু তাতে থোড়াই কেয়ার সেখানেই বসে গেলেন মন্ত্রীমশাই। নিশ্চিন্ত সারলেন কাজ। প্রাণের সুখে আগে তো মূত্রত্যাগ তারপর ভাবা যাবে স্থান-কাল-পাত্রের কথা।
ক্যামেরায় ধরা পড়ার পর বর্ষীয়ান ওই বিজেপি নেতার সাফাই, প্রকাশ্যে প্রস্রাব করা বছরের পর বছর ধরে চলে আসা অভ্যাস।
বিধানসভা নির্বাচনের মুখে এখানে জনসভা করে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক দু'দিন পর ভাইরাল হয় বিজেপি নেতার প্রস্রাবের ভিডিও। রাজস্থান সিডস কর্পোরেশনে চেয়ারম্যান শম্ভু সিং খেতাসর প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাট আউটের সামনে প্রস্রাব করেন। এই ঘটনা সোশ্যাল মিডিয়াকে যেমন হাসি খোরাক জোগায় তেমনই প্রবল সমালোচনার মুখে পড়েন মারওয়ারের ওই নেতা।
পরে কাজের সাফাই দিতে গিয়ে রাজস্থান সিড কর্পোরেশনের চেয়ারম্যান জানান, ''খোলা জায়গায় প্রস্রাব করা আর মূত্র ত্যাগ করার মধ্যে পার্থক্য রয়েছে। ফাঁকা জায়গায় প্রস্রাব করা বহু বছর ধরে চলে আসা রীতি। মূত্র ত্যাগের মতো এতে স্বাস্থ্যজনিত কোনও সমস্যা তৈরির সম্ভাবনা নেই।'' পরে তিনি আরও জানান, ওই চত্বরে কোনও শৌচালয় ছিল না। আর তিনি সকাল থেকে শৌচালয়ে যাওয়ার সময় পাননি। তাই আর চেপে রাখতে না পেরে রাস্তায় প্রস্রাব করে ফেলেছেন। এই ঘটনার পরও বিন্দুমাত্র লজ্জিত নন তিনি। বরং উলটে সাফাই গাইছেন।

0 comments:
Post a Comment