বঙ্গ বিজেপিতে গুরুত্বপূর্ণ পদে মুকুল রায়। লোকসভা ভোটের মুখে বঙ্গ বিজেপিতে রদবদল। আজ দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কমিটির নির্বাচনী বৈঠকে বিজেপি নেতা মুকুল রায়কে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিটির চেয়ারম্যান ঘোষণা করল বিজেপি।
প্রসঙ্গত উল্লেখ্য মুকুল রায় বিজেপির জাতীয় কার্য নির্বাহী কমিটির সদস্য পশ্চিমবঙ্গে গত পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি ছিলেন নির্বাচন কমিটির আহবায়ক। তার ভালো পারফরম্যান্সের জন্যই তাকে নির্বাচন কমিটির চেয়ারম্যান করা হলো । আর রাজ্যের সহ পর্যবেক্ষক করা হয়েছে অরবিন্দ মেননকে।
উল্লেখ করা যেতে পারে ২০১৭ সালের নভেম্বর মাসে তৃণমূল কংগ্রেস থেকে পদহীন নেতা হিসেবেই বিজেপিতে পা রেখেছিলেন মুকুল। কিন্তু তারপর থেকে হয়ে যাওয়া প্রতিটি ভোটে মুকুলের চমত্কার পারপরম্যান্স দেখে কেন্দ্রীয় পার্টি রীতিমতো খুশি।
আসন্ন লোকসভা ভোটে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ঘন ঘন এ রাজ্য সফরে আসছেন খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

0 comments:
Post a Comment