দল বদল করে পদ্ম শিবিরে, প্রাক্তন সংসদ ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি



সামনে লোকসভা নির্বাচন কে পাখির চোখ করছে বিজেপি। বঙ্গ বিজেপি লোকসভা নির্বাচনের আগে নিজেদের শক্তি বাড়াতে অন্য দল ভাঙিয়ে সেই দলের সমর্থকদের নিজের দলে আনছেন।

ফরওয়ার্ড ব্লক থেকে দল বদল করে বৃহস্পতিবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে পতাকা তুলে নিলেন পুরুলিয়া লোকসভা আসন থেকে দুইবারের সাংসদ নরহরি মাহাতো।

পদ্ম শিবিরে যোগ দিলেন পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি নরহরি মাহাতো।

২০১৯ লোকসভাতে এই রাজ্য থেকে আসন বাড়ানোর উদ্দেশ্যে রাজ্য নির্বাচন কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং মন্ত্রী মুকুল রায় কে ।

বঙ্গ কে আগামী লোকসভা নির্বাচন কে পাখির চোখ করেছে বিজেপি , এই প্রসঙ্গে এলগিন রোডে রাজ্য বিজেপির পদাধিকারীদের নিয়ে বৈঠক করেন কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন।
  
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment