ভারতীয় সেনার পাল্টা হামলায় মৃত্যু দুই সশস্ত্র পাক BAT বাহিনীর



রবিবার ভারতীয় সেনার গুলিতে মৃত্যু হয়েছে দুই সশস্ত্র পাক অনুপ্রবেশকারী। অনুপ্রবেশকারী দু'জন পাকিস্তানের নৃশংস BAT বাহিনীর সদস্য ছিল বলেই জানা গিয়েছে।

রবিবার সুন্দরবনী সেক্টরে পাক সেনার 'বর্ডার অ্যাকশন টিম' BAT বাহিনীর গুলিতে শহিদ হন তিন ভারতীয় জওয়ান। শহিদ তিন জওয়ান হলেন, হাবিলদার কওশল কুমার, ল্যান্স নায়েক রজনীত সিং ও রাইফেলম্যান রজত কুমার বাসান।

তখনই দুই পাক অনুপ্রবেশকারীকে হত্যা করে ভারতীয় সেনা। তাদের গায়ে রয়েছে পাক সেনার পোশাক। ওই দুটি দেহ পকিস্তানকে ফিরয়ে নিয়ে যেতে বলল ভারত।

পাক সীমান্তের ৫০ মিটার ভিতরে ঢুকে ওই হামলা চালানো হয়েছে। ভারতীয় সেনার পাল্টা হামলায় দুই পাক সেনা হত্যা করা সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে। যুদ্ধের মত গোলা-বারুদ ছিল পাকিস্তানের ওই অনুপ্রবেশকারীদের হাতে।

তারা আরও বড়সড় হামলার ছক কষছে বলেও খবর এসেছিল ভারতের কাছে। এবছরের শীত আসার আগেই সেই পরিকল্পনা সম্পূর্ণ করার ছক কষা হচ্ছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment