বদলায়নি পাকিস্তান শুধু বদলে গিয়েছে সরকার। মসনদে এসেছেন নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। নির্বাচনের আগে নয়া পাকিস্তানের স্বপ্ন দেখিয়েছিলেন ইমরান খান। আর তিনি ক্ষমতায় আসার মাস কয়েকের মধ্যেই ক্রমশ সামনে আসছে আসল চেহারা। সেই জঙ্গি কার্যকলাপ, সেই সীমান্ত সন্ত্রাস, সেই সন্ত্রাসে মদত। নওয়াজ শরিফের জমানায় যে অবস্থা ছিল, এখনও সেটাই চলছে। শুধু শপথ নেওয়ার আগে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার নতুন বুলি আওড়ে ভোটবাক্সে সুবিধা তুলেছেন ইমরান। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার ডাক দেওয়া যে শুধুই কথার কথা, তা ফের একবার স্পষ্ট হয়ে গিয়েছে।
কারণ ইমরান খানের মন্ত্রিসভার সদস্য নুর-উল-হক কাদরি রবিবার ইসলামাবাদে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ মহম্মদ সঈদের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করে নিয়েছেন।
একটি সর্বদল বৈঠক করে পাকিস্তান সরকার। সেখানে ২০০৮ সালের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সঈদ উপস্থিত ছিল। সেখানে কাশ্মীর নিয়েও আলোচনা হয়। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। .
আগের শাসকের আমলেও মুম্বই হামলার মাস্টারমাইন্ডকে প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। আর এবারও তার ব্যতিক্রম নয়।
Difa e Pakistan Council (DPC) called India’s war threats to #Pakistan a terrible plot to destroy South Asia’s peace and said that the Pakistani nation stands with Pakistan Army against Indian threats. The valiant stance of political and military leadership is praiseworthy. pic.twitter.com/oVply8kysh— Abdullah Qamar ツ (@AbdullahQamar_) September 30, 2018
পাকিস্তানের 'দিফা-এ-পাকিস্তান কাউন্সিল' আয়োজিত এক সর্বদলীয় সভায় উপস্থিত ছিলেন পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী নূর-উল-হক-কাদরি। 'দিফা-এ-পাকিস্তান কাউন্সিল' হল পাকিস্তানের অন্তত ৪৪০টি রাজনৈতিক ও ধর্মীয় দল নিয়ে গঠিত এক সংগঠন। হাফিজের সঙ্গে এক মঞ্চে পাক মন্ত্রীর ছবি কার্যত ভারতের অভিযোগকেই আবারও মান্যতা দিল।
রাষ্ট্রসংঘে এই হাফিজ সঈদকে আশ্রয় দেওয়ার কথাও উল্লেখ করেছিলেন সুষমা। তিনি বলেন, "৯/১১-র মাস্টারমাইন্ডকে খতম করা সম্ভব হলেও ২৬/১১-র মাস্টারমাইন্ড হাফিজ সঈদ এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে। কখনও র্যালি করছে, কখনও ভোটে লড়ছে।" ওসামা বিন লাদেনকে কীভাবে আশ্রয় দেওয়া হয়েছিল, সেকথাও উল্লেখ করেন তিনি। .
লস্কর-ই-তইবার কো-ফাউন্ডার হাফিজ সঈদ বর্তমানে জামাত-উদ-দাওয়া প্রধান। ২৬/১১ মুম্বই হামলা, ২০০৬-এ মুম্বইয়ের ট্রেনে বিস্ফোরণ এবং ২০০১-এর সংসদ ভবন হামলার ঘটনায় মূল অভিযুক্ত এই সঈদ। আমেরিকা তাকে গ্লোবাল-টেররিস্ট বলে চিহ্নিত করেছে। তার ব্যাপারে তথ্য দেওয়া হলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে বলেও জানিয়েছে আমেরিকা। .

0 comments:
Post a Comment