১৩ বছরের নাবালকের সঙ্গে যৌন সম্পর্ক, বাধা দেওয়ায় নাবালকের যৌনাঙ্গ পুড়িয়ে দিল মহিলা



'ধর্ষণে' বাধা পেয়ে ১৩ বছরের নাবালকের যৌনাঙ্গ পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠল এক ৩০ বছর বয়সী এক মহিলার  বিরুদ্ধে। উত্তরপ্রদেশের গ্রেটর নয়ডার ঘটনা।

বছর ১৩-র এক নাবালককে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মহিলা তার উপর যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।

১৩ বছরের ওই নাবালকের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। আর তাতে সাড়া না পেয়ে ওই নাবালকের গোপনাঙ্গে চারপাশে গরম চিমটে দিয়ে ছ্যাঁকা দিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

নাবালকের যৌনাঙ্গ পুড়ে যায়। বর্তমানে হাসপাতালে ভর্তি 'ধর্ষিত' কিশোর। নির্যাতিত কিশোরের মা ওই মহিলার বিরুদ্ধে বাদলপুর থানায় অভিযোগ দায়ের করে।

পুলিশ সূত্রে খবর, ওই নাবালকের মা জানায়, ওই মহিলা বিবাহিতা এবং তাঁদের পুর্ব পরিচিতা। শুক্রবার কিশোরকে ভুলিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মহিলা।

অভিযুক্ত মহিলা তার ছেলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছিল, কিন্তু সে বাধা দেওয়ায় ওই মহিলা তাকে মারে এবং গরম চিমটে দিয়ে তার গোপনাঙ্গের চারপাশে ছ্যাঁকা দিয়ে দেয়।

সপ্তম শ্রেণণির ওই নাবালকের মা মঙ্গলবার কাজ থেকে বাড়ি ফিরে ছেলেকে না দেখতে পেয়ে খোঁজ শুরু করেন। তাঁকে অন্য এক মহিলা জানায়, তাঁর ছেলেকে আরেকজন মহিলার সঙ্গে যেতে দেখা গিয়েছে। খুঁজতে খুঁজতে সেই মহিলার বাড়িতে পৌঁছে দেখেন, তার ছেলেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে।

সেখান থেকে ছেলেকে উদ্ধার করে। এরপর বাড়িতে এসে পরিবারের সবাইকে বিষয়টি জানানোর পর বাদলপুর থানাতে গিয়ে সমগ্র ঘটনার কথা জানিয়ে মামলা দায়ের করে।

POCSO আইনে মামলা দায়ের করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত তরুণী।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment