পেট্রোল - ডিজেলের দাম কমাল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি সাংবাদিক বৈঠক করে জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, কেন্দ্রীয় আড়াই টাকা দাম কমাচ্ছে পেট্রল-ডিজেলের।
অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, আড়াই টাকার মধ্যে দেড় টাকা শুল্ক ছাড়ের জন্য এবং বাকি এক টাকা কমানো হল তেল সংস্থাগুলির মাধ্যমে সরকারের প্রাপ্য অর্থ থেকে। অরুণ জেটলি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকেই দায়ী করেন।
এর পরই রাজ্যগুলির কাছে আবেদন করে তিনি বলেন, ''আমি নিশ্চিতভাবে বলতে পারি, রাজ্যগুলিও এবার ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করবে জ্বালানি তেলের মূল্যের ব্যাপারে।'' এদিন জেটলি সমস্ত রাজ্যগুলিকেও কেন্দ্রের পথ অনুসরণ করেই জ্বালানি তেলের ওপরে চাপানো কর কমানোর জন্য অনুরোধ করেন। মধ্যবিত্তকে স্বস্তি দিতে বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রস্তাব মেনে নিয়ে দাম কমাতে শুরু করেছে। কেন্দ্রের এই ঘোষণার পর বিজেপি শাসিত অনেক রাজ্য যেমন গুজরাট, মহারাষ্ট্র, ত্রিপুরা সরকার আড়াই টাকা পেট্রলের দাম কমাচ্ছে। ফলে সেই সব রাজ্যে মোট ৫ টাকা দাম কমছে।
এই পরিস্থিতিতে এখনই কেন্দ্রের প্রস্তাব মেনে নেওয়ার রাস্তায় হাঁটলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি পালটা শিলিগুড়ির এক অনুষ্ঠান থেকে অভিযোগ, পেট্রল-ডিজেলের দামের উপর কেন্দ্র ১০ টাকা সেস বসিয়েছে। সেসের টাকা কেন্দ্র পায়। রাজ্যগুলি পায় না।
তাই বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, ''যে ১০ টাকা সেস বাবদ বাড়িয়েছ। সেই ১০ টাকা এক্ষুণি কমিয়ে তার পর কথা বলো।'' মমতার বক্তব্য, বিজেপিশাসিত রাজ্যগুলিকে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু বাকিদের এভাবে নিয়ন্ত্রণ করা যাবে না।
অর্থমন্ত্রী আরও বলেন, এই কর ছাড়ের ফলে কেন্দ্রীয় সরকারের রাজস্ব খাতে ১০,৫০০ কোটি টাকা কম হবে। এটাই কেন্দ্রীয় সরকারের সবচেয়ে বড় আয়ের উত্স।

0 comments:
Post a Comment