লোন পেতে যৌন কুপ্রস্তাব, ব্যাংক ম্যানেজারেকে বেধড়ক মার মহিলার, ভাইরাল ভিডিও



বেসরকারি ব্যাংক থেকে লোন পেতে ঋণের আবেদন নিয়ে ব্যাংকে গিয়েছিলেন কর্ণাটকের ওই মহিলা। যেতেই কুপ্রস্তাব দিলেন ব্যাংক ম্যানেজার। লোনের বন্দোবস্ত করতে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ব্যাংকের ম্যানেজার। কিন্তু, শর্ত দিলেন মহিলাকে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যৌনতায় লিপ্ত হতে হবে।

লোনের আবেদন মঞ্জুর করার বদলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয় ওই ব্যাংক ম্যানেজার।  অভিযুক্তকে দেখা করতে বলেন তিনি। ব্যাংক ম্যানেজার যখন নির্দিষ্ট জায়গায় দেখা করতে বলেন, তখন সকলের সামনেই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন ওই মহিলা। চপ্পল, লাঠি, যা পেলেন তা দিয়েই মারলেন ব্যাংক ম্যানেজারকে। ভাইরাল সেই ভিডিও।




মোটে ২ লক্ষ টাকা! অভিযুক্তকে জনসমক্ষে বেধড়ক মারধর করলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে কর্নাটকের দাভানগেরে এলাকায়। অভিযুক্তকে উপযুক্ত শিক্ষা দিয়েছেন তিনি। ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ওই ব্যক্তি DHFL ব্যাংকের একটি ব্রাঞ্চের অফিসার বলে জানা গিয়েছে। কর্ণাটকের নিজালিঙ্গাপ্পা এলাকায় ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, ওই ম্যানেজারকে নিজের বাড়িতে ডেকে আনেন ওই মহিলা। এরপরই শুরু করেন মারধর। পরে ওই ব্যাংক ম্যানেজারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment