নভজ্যোত সিং সিধু বলেন আফিম চাষকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত। আফিম আমার কাকাকে দীর্ঘ জীবন বেঁচে থাকতে সাহায্য করেছিল। এর অনেক গুণ রয়েছে।
আলোচনা হবে আফিম চাষকে বৈধ করা নিয়ে। আফিমের অনেক গুণ রয়েছে। সোমবার এই ভাষাতেই কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর মন্তব্যের জবাব দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। পরোক্ষে সিধুর কথাকেই সমর্থন করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।
আম আদমি পার্টির সাংসদ ধরমবীর গান্ধী দাবি করেছিলেন আফিম চাষকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। এবার তাঁর দাবির পক্ষ নিয়েই নিজের মত তুলে ধরেন সিধু। এবার সেই মতে সায় মিলল মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও। .
ধরমবীর গান্ধী বহুদিন ধরেই আফিম চাষকে বৈধ স্বীকৃতি দেওয়ার দাবি করে আসছেন। এই ইস্যুতে গত বছর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেন তিনি। তবে খুব বেশীদূর এগোতে পারেননি।
২০১৬ সালে সংসদে আফিম চাষের পক্ষে বিলও এনেছিলেন তিনি। ২০১৮ সালের জুন মাসে আহমেদগড়ের মান্ডি এলাকায় একই দাবি নিয়ে কৃষকদের মিছিলে যোগ দেন ধরমবীর। কৃষকদের দাবি ছিল আফিম চাষের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। .
তবে এই আফিম শুধু ওষুধ নয়, বিভিন্ন রকম নেশার কাজেও ব্যবহার করা হয়। এই চাষকে আইনি স্বীকৃতি দিলে তা অপব্যবহারও করতে পারেন অনেকে বলে মনে করা হচ্ছে। .

0 comments:
Post a Comment