শ্রীনগরের ফাতেহ কাঁদাল এলাকায় গুলি বিনিয়োগ শুরু হয় জঙ্গি এবং সেনা ও সি আর পি এফ যৌথ বাহিনীর সঙ্গে। এদিন জম্মুও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
নির্ধিষ্ট খবরের ভিত্তিতে জঙ্গি ডেরায় হানা দেয় সিআরপিএফ এবং সেনা বাহিনীর একটি দল । এই যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা, তার পাল্টা দেন সেনা বাহিনী নিকেশ হয় তিন জঙ্গি। নিরাপত্তা বাহিনীর প্রবল আক্রমণের মুখে কোনঠাসা হয়ে পড়েছে জঙ্গিরা বন্ধ ইন্টারনেট পরিষেবা ।
বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর বুধবার ভোরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে এলাকায় তল্লাশি চালানো হয়।
#JammuAndKashmir: Encounter underway between security forces & terrorists in Fateh Kadal area of Srinagar. More details awaited. pic.twitter.com/T8tfL5Wu55— ANI (@ANI) October 17, 2018
এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। মৃত পুলিশকর্মী জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।

0 comments:
Post a Comment