শ্রীনগরে এনকাউন্টার, সেনা বাহিনীর প্রবল আক্রমণে নিকেশ ৩ জঙ্গি



শ্রীনগরের ফাতেহ কাঁদাল এলাকায় গুলি বিনিয়োগ শুরু হয় জঙ্গি এবং সেনা ও সি আর পি এফ যৌথ বাহিনীর সঙ্গে। এদিন জম্মুও কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
নির্ধিষ্ট খবরের ভিত্তিতে জঙ্গি ডেরায় হানা দেয় সিআরপিএফ এবং সেনা বাহিনীর একটি দল । এই যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা, তার পাল্টা দেন সেনা বাহিনী নিকেশ হয় তিন জঙ্গি। নিরাপত্তা বাহিনীর প্রবল আক্রমণের মুখে কোনঠাসা হয়ে পড়েছে জঙ্গিরা বন্ধ ইন্টারনেট পরিষেবা ।

বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর বুধবার ভোরে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে এলাকায় তল্লাশি চালানো হয়।


এলাকায় তল্লাশি অভিযান জারি রয়েছে। এনকাউন্টারে মৃত্যু হয়েছে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। মৃত পুলিশকর্মী জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্য ছিলেন বলে জানা গিয়েছে।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment