ভারতও দেশভাগের জন্য দায়ী : প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি



 দেশভাগ নিয়ে পুরনো বিতর্ক খুঁচিয়ে তুললেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। শনিবার এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, দেশভাগের জন্য শুধুমাত্র ব্রিটিশ ও পাকিস্তানের ওপরে দোষ চাপানো যায় না। বরং দেশভাগের জন্য সমান দায়ী ভারতও।

বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। হামিদ আনসারি এদিন বলেন, 'এখনও আমরা মেনে নিতে রাজি নই যে ভারতও দেশভাগের জন্য সমান দায়ী। দেশের মানুষ এখনও বিশ্বাস করে পাকিস্তান এবং ব্রিটিশরা দেশভাগের জন্য দায়ী।'‌  হামিদ আনসারি বলেন,  তিনি দেশভাগের জন্য শুধুমাত্র ব্রিটিশ এবং পাকিস্তানের ওপরে দোষ চাপানো যায় না। বরং দেশভাগের জন্য সমান দায়ী ভারতও।

সদ্য পাকিস্তানে প্রধানমন্ত্রী হয়েছেন ইমরান খান। ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসে সমাধানের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু বারবার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতের ওপর হামলা করার অভিযোগে তা বাতিল করে দেওয়া হয়। পাক অধিকৃত কাশ্মীরই সেখানে মূল সমস্যার কারণ। যা দেশভাগের সময় ঘটেছিল। সেখানে ভারতকে সমান দায়ী করেছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাতেই তেতে উঠেছে জাতীয় রাজনীতি।

 সর্দার প্যাটেলর এক বক্তৃতা তুলে ধরে তিনি বলেন, সর্দার প্যাটেল ১৯৪৭ সালের ১১ আগস্ট মন্তব্য করেন, অনেক ভেবেই ওই সিদ্ধান্ত নিতে হয়েছে। আগে দেশভাগের বিরুদ্ধে থাকলেও পরে তিনি মনে করেন ভারতকে অখণ্ড রাখতে গেলে দেশভাগ জরুরী। স্বাধীনতার পর দেশের রাজনীতি বদলে গিয়েছে। এখন দেশভাগের জন্য কাউকে না কাউকে দায়ী করতেই হবে। তাই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে।
হামিদ আনসারি এদিন বলেন, 'এখনও আমরা মেনে নিতে রাজি নই যে ভারতও দেশভাগের জন্য সমান দায়ী। দেশের মানুষ এখনও বিশ্বাস করে পাকিস্তান এবং ব্রিটিশরা দেশভাগের জন্য দায়ী।'‌ স্বাধীনতার পর দেশের রাজনীতি বদলে গিয়েছে। এখন দেশভাগের জন্য কাউকে না কাউকে দায়ী করতেই হবে। তাই মুসলিমদের বলির পাঁঠা করা হচ্ছে।

এদিক দেশভাগ নিয়ে ওই মন্তব্যের জন্য হামিদ আনসারিকে নিশানা করেছেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। এদিন তিনি বলেন, উনি মুসলিমদের সম্পর্কে পক্ষপাতদুষ্ট। শুধু তাই নয়, দশ বছর দেশের উপরাষ্ট্রপতি থাকা সত্বেও তিনি এখনও নিরাপত্তাহীনতার ভুগছেন। আলিগড় বিশ্ববিদ্যালয়ে জিন্নার ছবি রাখাকে সমর্থন করেছিলেন আনসারি। বিশ্বিবদ্যালয়ের আমরণ সদস্যপদ দেওয়ার পরই তিনি ওই অবস্থান নেন। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তুমুল উতসাহ পেয়ে যায়।আনসারির ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া উচিত।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment