ছয় মাস ধরে ধর্ষণের শিকার ১৪ বছরের মেয়ে, অভিযুক্ত বাবা আছুর উদ্দিন



অসমের ধুবড়ি জেলার পিয়াজবারি প্রথমখণ্ড গ্রামে নিজের বাবার কাছেই ধর্ষণের শিকার হল ১৪ বছরের মেয়ে।

নির্যাতিতা মেয়ে জানায় বিগত ছয় মাস ধরে বলপূর্বক তার বাবা অভিযুক্ত আছুর উদ্দিন তাকে যৌন নির্যাতন ও ধর্ষণ করতেন।

মা বাধা দিলেও তাকে ভয় দেখিয়ে মেয়ের সাথে যৌন নির্যাতনে লিপ্ত থাকত অভিযুক্ত বাবা ।

স্থানীয় গ্রামবাসীরা এই অপকর্ম-এর বিরুধ্যে একত্রিত হয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment