১৮৯ জন কে নিয়ে সমুদ্রে ভেঙে পড়ল বিমান, পাইলট ভারতীয়




সোমবার ভোরে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ইন্দোনেশিয়ার জাকার্তা বিমানবন্দর থেকে ওড়ার মাত্র ১৩ মিনিটের মধ্যে ১৮৯ জন আরোহীকে নিয়ে নিখোঁজ হয়ে যায় লিওন এয়ারের একটি বিমান। সেটি ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে পাঙ্গকাল পিনাং যাচ্ছিল। বিমানটির ক্যাপ্টেন ছিলেন দিল্লির বাসিন্দা ভবি সুনেজা। বিমানটির ভেঙে পড়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

বিমানের দুজন পাইলটের মধ্যে একজন ছিলেন ভারতীয়। ভব্য সুনাজা নামে ওই যুবক গত ৭ বছর ধরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে।

ভব্য সুনাজার ৬,০০০ ঘণ্টা বিমান ওড়ানোর অভিজ্ঞতা ছিল বলেও জানিয়েছে লায়ন এয়ার। যে বিমানটি ভেঙে পড়েছে সেই বোয়িং ৭৩৭ ম্যাক্স ওড়ানোর বিশেষ প্রশিক্ষণ ছিল ভব্যর। তাছাড়া দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে একেবারে নতুন বললেও ভুল বলা হয় না। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটি চলতি বছরের অগাস্টে আকাশে ওড়া শুরু করে। দিল্লির ময়ূরবিহারে তাঁর বাড়ি। অ্যালকন পাবলিক স্কুল থেকে তাঁর পড়াশোনা। ২০০৯ সালে পাইলটের লাইসেন্স পেয়েছিলেন তিনি। কেরিয়ারের শুরুতে তিনি এমিরেটস-এর সঙ্গে ছিলেন। পরে লায়ন এয়ারের সঙ্গে যুক্ত হন। কিছুদিন আগেই তিনি দিল্লিতে পোস্টিং চেয়ে সংস্থায় আবেদন জানিয়েছিলেন।

সোমবার সকাল ৬টা ২০ মিনিট নাগাদ লায়ন এয়ারের হতভাগ্য বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের বিমানটি জাকার্তা বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। সেটির যাওয়ার কথা ছিল সুমাত্রার পাঙ্গকাল পিনাঙে।

এই বিমান দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় যাত্রী বা সওয়ারীদের মধ্যে কেই বেঁচে রয়েছেন কী না তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রসঙ্গত,স্থানীয় সময় ৬.২০ মিনিটে গ্রেটার জাকার্তার তাঞ্জেরাং-এ সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়েছিল বলে জানা গিয়েছে। সকাল ৭.৩০-এর বিমানটি পঙ্কাল পিনাং-এ নামার কথা ছিল। ইন্দোনেশিয়ার বাঙ্কা দ্বীপের পঙ্কাল পিনাং হল বৃহত্তম শহর। দুর্ঘটনার পিছনে খারাপ আবহাওয়াই কারণ, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করা হয়নি।

পার্টামিনা সংলগ্ন অঞ্চলে বিমানটির আসনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। মাটি থেকে প্রায় ৫,০০০ ফিট উচ্চতায় উঠেছিল এই বিমান ও তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেঙে পড়ে বিমানটি। প্রসঙ্গত, অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বোয়িং৭৩৭ ম্যাক্স বিমানে এই প্রথম দুর্ঘটনা ঘটল। ২০১৭ সাল থেকে যাত্রা শুরু করেছিল এই মডেলের বিমান ।

ইন্দোনেশিয়া সরকারের তরফ থেকে জানিয়েছে এই মুহূর্তে কোনও ব্যক্তি জীবিত রয়েছেন কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না । 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment