বড় সাফল্য, বিমান হামলায় নিহত ৮৮০০০ জঙ্গি




সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় সাফল্য রাশিয়ার। রাশিয়ার বিমান হামলায় এ পর্যন্ত প্রায় ৮৮ হাজার জঙ্গি নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এমনটাই দাবি করেছেন ।

৩০ সেপ্টেম্বর ২০১৫ সাল থেকে সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এ পর্যন্ত ৮৭ হাজার ৫০০ সন্ত্রাসী নিহত, ১,৪১১ টি ঘাঁটি ধ্বংস এবং সিরিয়ার শতকরা ৯৫ ভাগ ভূখণ্ড মুক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলনে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এসব তথ্য জানান।

২ অক্টোবর রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সের্গেই শোইগু জানিয়েছিলেন, রাশিয়া সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহের কাজ শেষ করেছে। তিনি বলেছিলেন, ‘সিরিয়ায় মোতায়েন করা আমাদের সেনা সদস্যদের আরও ভালো নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার লক্ষ্যে সিরিয়ায় এস-৩০০ ব্যবস্থা নেওয়ার কাজ শেষ করেছি আমরা।’


আগস্ট মাসে সের্গেই শোইগু জানিয়েছিলেন, সিরিয়া অভিযানে এ পর্যন্ত রাশিয়ার ৬৩ হাজার ১২ জন সেনা অংশ নিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সিরিয়া যুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে রাশিয়ার সেনারা যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। এ সময়ের মধ্যে রাশিয়া জঙ্গিবিমান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ ২৩১ ধরনের আধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

১৭ সেপ্টেম্বর, সোমবার সিরিয়ার লাতাকিয়া প্রদেশে চারটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গি বিমান সরকারি স্থাপনার ওপর হামলা চালায়। সে সময় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট ইসরায়েলি জঙ্গি বিমান লক্ষ্য করে এস-২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও সেটি গিয়ে সিরিয়ার আকাশে রাশিয়ার গোয়েন্দা বিমান আইএল-২০-কে আঘাত করে। ওই ঘটনায় ১৫ জন রুশ সেনা নিহত হয়। এ ঘটনার পরই সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দেয় মস্কো।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment