বাঙালির শারদ উত্সবের আনন্দ পন্ড করতে ঘূর্ণিঝড় তিতলি ইতিমধ্যেই ঢুকে পড়েছে ওড়িশা উপকূলে এবং আগামীকাল বিকেলের মধ্যেই তা ক্রমশ এগিয়ে আসবে কলকাতার দিকে। কলকাতা সহ চার জেলায় আছড়ে পড়বে তিতলি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
আজ সকালে ঝড় ওডিশা উপকূলের দিকে এগিয়ে গিয়েছে। যাত্রাপথের প্রভাব টের পাবে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলার বাড়তেই আকাশ আরও কালো হয়েছে।
ওড়িশায় ঝড় আছড়ে পড়ার সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে এই রাজ্যে আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিতলি প্রবেশ করলে ঝড়ের গতিবেগ হতে পারে ৯০-১০০ কিমি ।
শুক্রবার পশ্চিমবঙ্গের মূল ভূখণ্ডের দিকে এগোনোর পড়ে শক্তি হারাবে ঝড়। তখনও এর জেরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কলকাতাসহ জেলাগুলিতে। ১৩ তারিখ থেকে দুর্যোগ কাটবে মনে করা হচ্ছে। পুজোর আবহাওয়ার অবস্থা এই তিতলির উপরেই নির্ভর করে রয়েছে।

0 comments:
Post a Comment