অমৃতসর: বিনা অনুমতিতে জমায়েত, অভিযোগ রেলের | মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়েছে | শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্য ঘোষণা



শুক্রবার সন্ধ্যায় অমৃতসরের ধোবিঘাটে দশহরা উৎসব পালনের সময় রাবণ পোড়ানোর দৃশ্য দেখার জন্য কয়েকশ’ মানুষ রেল লাইনের পাশে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই সময় রেল লাইনের উপরে থাকা মানুষজনকে দ্রুত পিষে দিয়ে যায় দুরন্তগতিতে থাকা ট্রেন। মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় বহু মানুষ। ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬০। গুরুতর জখম অন্তত ১৫০ জন




রেলের তরফে জানিয়ে দেওয়া হয়, বিনা অনুমতিতে জমায়েত হয়েছিল রেলের জায়গায়। রেলের অনুমতি ছাড়াই রেল লাইনের লাগোয়া মাঠে দশেরা পালন করার জেরেই এই দুর্ঘটনা। তাদের আগে থেকে অনুষ্ঠান সম্পর্কে কোনও রকম জানানো হয়নি। ফলে রেলের দাবি, ঘটনাটি অনধিকার প্রবেশের।

কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে অকালি দল। অনুষ্ঠানে হাজির ছিলেন নভজ্যোত কাউর সিধু। খবর পাওয়ার পরেই তিনি ঘটনাস্থল ছাড়েন বলে অভিযোগ। এছাড়াও ঘটনায় নভজ্যোত সিধু এবং স্থানীয় কাউন্সিলরকেও দায়ী করেছে অকালি দল।

ঘটনায় কারও গাফিলতি থাকলেও, তা উদ্দেশ্যমূলক নয় বলে মন্তব্য করেছেন নভজ্যোত কাউর সিধু।

অমৃতসরের ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী মোদি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা, আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি৷
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment