এশিয়া কাপের ফাইনালে হারের জের, এশিয়া কাপ ফাইনালে হারের জ্বালা এখনও মেটেনি বাংলাদেশ সমর্থকদের। বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশের এক হ্যাকার কমিউনিটি৷ এশিয়া কাপের ফাইনালের রাত ২৮ সেপ্টেম্বর কোহলির ওয়েবসাইটটি হ্যাক করা হয়৷ এরপর ওয়েবসাইটে লিটনের স্টাম্পিংয়ে ছবি পোস্ট করে দেয় বাংলাদেশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স নামের ঐ হ্যাকার কমিউনিটি৷ ২৯ সেপ্টেম্বর ‘হ্যাকিং’ এর তথ্যটি নিজদের ফেসবুক পেজে নথি-প্রমাণসহ প্রকাশ করে ঐ ‘হ্যাকার’ গ্রুপ৷
এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের বিতর্কিত আউটের বদলা হিসেবে বিরাটের ওয়েবসাইট হ্যাক করল বাংলাদেশি হ্যাকাররা।
শুধু হ্যাক করা নয়, বিসিসিআই এবং আইসিসির উদ্দেশ্যে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। সাইট হ্যাক করে হ্যাকাররা বিস্ফোরক ভাবে লিখেছে,
‘ক্রিকেট জেন্টেলম্যানস গেম! কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ পড়লেই ভারতকে পক্ষপাতীত্ব করা হয়৷ সেটা একবার নয়, বহুবার৷ এর প্রতিবাদে ভারত অধিনায়ক বিরাট কোহলির ওয়েবসাইট হ্যাক করা হল এবং সামনে আরও অনেক কিছু হবে’৷
‘আইসিসি যদি গোটা বিশ্বের কাছে ক্ষমা না চায় এবং যে আম্পায়ার লিটন দাসের আউট দিয়েছেন তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যতবারই বিরাটের ওয়েবসাইট রিকভার করার চেষ্টা করা হোক ততবারই হ্যাক করবে তারা’।
অবশ্য ১ অক্টোবর হ্যাকড হওয়া ওয়েবসাইটটি উদ্ধার করা হয়েছে৷

0 comments:
Post a Comment