'একটা সুযোগ দিন', মোদীর কাছে শান্তি আর্জি ইমরান খানের



ইমরান খান এক বার্তায় ইতিমধ্যেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় তিনি ইচ্ছুক। তবে ইমরানের সেই বার্তাকে কার্যত পাত্তাই দেয়নি নয়া দিল্লি। সন্ত্রাস দমনে পাকিস্তানের পাঠান কিছু করে দেখাতে পারেন কি না, তা দেখতে চেয়ে কার্যত ইমরানকেই পাল্টা চাপে রাখেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী।

'আর কোনও যন্ত্রণা সহ্য করা হবে না। আমরা জানি সন্ত্রাস কীভাবে দমন করতে হয়। এবার হিসেব বুঝিয়ে দেওয়া হবে'। দু'দিন আগেই এই ভাষাতেই পাকিস্তানকে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার ঠিক পরই মোদীর কাছে আর্জি জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

রবিবার তিনি মোদীর কাছে আর্জি জানিয়ে ইমরান বললেন, 'শান্তিস্থাপনের আর একটা সুযোগ দেওয়া হোক।' তিনি এক বিবৃতিতে আরও বলেছেন, 'আমি কথা দিচ্ছি, পুলওয়ামা হামলায় পাকিস্তানের যোগ থাকার প্রমাণ দিলে অবশ্যই ব্যবস্থা নেব।'

এর আগে রাজস্থানের সভায় মোদী ইমরান খানকে তাক করে বলেন, ' আপনি যদি সত্যিই পাঠানপুত্র হন তাহলে সসম্মানে ব্যবস্থা নিন। আর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।'

উল্লেখ্য, পুলওয়ামায় ৪০ জন ভারতীয় জওয়ানকে হত্যার নেপথ্যে পাক আশ্রিত জইশ -ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর হাত থাকার সমস্ত তথ্য উঠে এসেছে। ঘটনার দায় স্বীকার করেছে জইশও। এরপর পাকিস্তানের তরফে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ চেয়ে বসেন ইমরান।

মোদী সম্প্রতি বলেছেন, শপথ নেওয়ার সময় যখন তাঁর সঙ্গে ইমরানের কথা হয়েছিল, তখন তিনি বলেছিলেন তিনি পাঠানপুত্র। অথচ ক্ষমতায় এসে সেসব ভুলে গিয়েছেন তিনি।

সেই প্রসঙ্গেই ইমরান এদিনের বিবৃতিতে বলা হয়, 'ইমরান কথা রাখবেন। ভারত প্রমাণ দিলেই ব্যবস্থা নেওয়া হবে।' প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন পাঠানের সন্তান হলে পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের সঙ্গে অন্যায় হতে দেবেন না ইমরান খান।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment