'দ্য কপিল শর্মা শো' থেকে সিধুকে সরতে হল তাঁর নিজেরই মন্তব্যের জন্য। পুলওয়ামায় সেনার কনভয়ে জঙ্গি আক্রমণের পর যে মন্তব্য করেছিলেন, তার জেরেই তার বিরুদ্ধে গর্জে উঠল নেটিজেনরা।
পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ঘটনায় কোথায় তিনি ভারতের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে তুলোধোনা করবেন, তা না করে ইমরান খানের পাকিস্তান সরকারে কিছুটা বাঁচানোরই চেষ্টা করেন নভজ্যোত সিং সিধু। আর সেই কারণেই জনমতের চাপে পড়ে জনপ্রিয় কপিল শর্মা শো থেকে তাঁকে ছেঁটে ফেলা হল।
সিধুর জায়গা অর্চনা পুরান সিং নিতে চলেছেন বলে খবর। কারণ সোনি চ্যানেল সিধুর জন্য অকারণ বিতর্কে জড়াতে চাইছে না বলে খবর। আর সেজন্যই সিধুকে শো থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলওয়ামায় সেনার ওপরে হামলায় ৪৪ জন শহিদ হয়েছেন। তারপর সিধু বলেন, জঙ্গিদের জন্য কোনও একটি দেশকে অভিযুক্ত করা যেতে পারে না। জঙ্গিদের কোনও ধর্ম বা জাতি নেই। প্রত্যেক প্রতিষ্ঠানে, দেশে এমন মানুষ আছে। খারাপ মানুষের শাস্তি হওয়ার অবশ্যই দরকার। তার জন্য একটি দেশকে দায়ী করা ঠিক নয়।
এখানেই আপত্তি তুলেছে নেটিজেনরা। অনেকে সিধুকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে বলছে। কেউ আবার বলছে, শহিদদের উপর কোন শ্রদ্ধাই নেই তাঁর। তাই তিনি এমন কথাই বলছেন। অনেকে আবার বলছেন, পাকিস্তানে গিয়ে পাকিস্তানের জেনারেলের সঙ্গে হাত মিলিয়ে আসতে পারেন, তাঁর থেকে আর কী-ই বা আশা করা যেতে পারে?
কেউ তো সরাসরি বলেছে, এমন মন্তব্যের পর যদি সিধু 'দ্য কপিল শর্মা শো'-এ আসেন, তবে গোটা সোনি এন্টারটেনমেন্ট চ্যানেল দেখাটাই ছেড়ে দেবেন তিনি।
চ্যানেলের ওপরও চাপ বাড়ছিল। সোশ্যাল সাইটে এমন উত্তেজিত সমালোচনার পর হয়তো আর ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। ফলে শেষ অবধি সেই চাপের কাছে মাথা নুইয়ে অকারণ বিতর্ক না বাড়িয়ে সিধুকে সরিয়ে দেওয়া হয়েছে।

0 comments:
Post a Comment