পাকিস্তানে বিধ্বংসী হামলা ভারতীয় সেনার, ৩৫০ জন জঙ্গি খতম, সার্জিকাল স্ট্রাইকের থেকেও ভয়ঙ্কর


মঙ্গলবার ভোর ৩.৩০ এর সময় নিয়ন্ত্রণরেখা থেকে ৮০ কিমি ভিতরে ঢুকে হামলা চালায় ভারত ৷ ভারতের যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের মাটিতে মুজাফরবাদে ঢুকে পড়ে ৷ মুজাফ্ফরবাদে বালাকোটে ভয়াবহ বিস্ফোরণ হয় ৷ জইশ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতের যুদ্ধবিমান ৷ জইশ ঘাঁটি লক্ষ্য করে বোমা ছোঁড়ে ভারতীয় সেনা ৷

চাকৌতি ও মুজফফরাবাদে বিমান হানায় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস হয় ৷ জইশ, লস্কর, হিজবুলের ক্যাম্পে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় জইশ-এর কন্ট্রোলরুম ৷ জানা গিয়েছে, ১২টি মিরাজ-২০০০ যুদ্ধবিমান নিয়ে হামলা হয়েছে ৷ ১০০০ কেজি বোমা ফেলা হয়

কার্গিল যুদ্ধের  সময়ও এই ঘটনা ঘটেনি। সে সময়ও ভারতের সীমানা পেরিয়ে  আক্রমন শানায়নি ভারতীয় বায়ু সেনা। এবার সেটাই হল। আকাশ পথে  হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই- তইবা এবং হিজবুল মুজাহিদিনের তিনটি  জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করল ভারত। আর এভাবেই  জঙ্গিদের নিকেশ  করল ভারতীয় বাহিনী। কেন্দ্রীয়  সরকার জানিয়েছে জইশের সবচেয়ে বড় ক্যাম্পে হামলা চালান হয়েছে।                       

খতম হয়েছে প্রায় ৩৫০ জন জঙ্গি। এর মধ্যে আছে  মৌলানা  মাসুদ আজাহারের শ্যালক ইউসুফ আজাহারও আছে। কান্দাহার বিমান অপহরণ কাণ্ডেও জড়িত  ছিল ইউসুফ।                                   

দিনটা ছিল ১৪ ফেব্রুয়ারি ৷ ভারতের সিআরপিএফের কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার জেরে শহিদ হয়েছিলেন প্রায় ৪২ জওয়ান ৷ কান্নায় ভেঙে পড়েছিল গোটা দেশ ৷ পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিতে গর্জে উঠেছিল দেশবাসী ৷

পুলওয়ামা হামলার ১২ দিনের মাথায় হামলা চালাল ভারতীয় সেনা ৷ পাকিস্তানের মাটিতে ভেঙে গুড়িয়ে দিল একাধিক জঙ্গি ঘাঁটি ৷ ৩৫০  জন জঙ্গিকে খতম করল ভারতীয় বায়ুসেনা ৷

মঙ্গলবারের হামলা ছিল প্রথম সার্জিকাল স্ট্রাইকের থেকেও ভয়ঙ্কর ৷ পুলওয়ামা হামলার বদলা নিল ভারত ৷ সীমান্ত থেকে প্রায় ৮০ কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালায় ভারতীয় সেনা ৷

১৯৭১ সালের যুদ্ধের পর এই প্রথম নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের এয়ারস্পেসে এহেন ভয়ঙ্কর হামলা চালাল ভারতীয় সেনাবাহিনী ৷ মুজাফ্ফরবাদ সেক্টর দিয়ে ঢুকে বেশ কিছুটা ভিতরে গিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা ৷ মোট তিনটি জায়গায় হামলা চালিয়েছে ভারত ৷ ১২টি মিরাজ বিমান হামলা চালিয়েছে ৷ গুঁড়িয়ে দিয়েছে বেশ কয়েকটি জঙ্গি শিবির ৷ বালাকোটে জইশের সবচেয়ে বড় জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ হয়ে গিয়েছে ভারতের আক্রমণে ৷

কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ী বায়ুসেনাকে নিয়ন্ত্রণ রেখা পেরোনোর অনুমতি দেয়নি ৷ ১৯৭১-র ভারত-পাক যুদ্ধের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে এহেন ভয়ঙ্কর হামলা চালাল ভারত ৷

৩৫০ জনের মধ্যে ২৫ জন জঙ্গি প্রশিক্ষকের মৃত্যু। বালাকোটে জইশ জঙ্গি ঘাঁটিতে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক। ভারতীয় হামলায় মৃত্যু মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহারের। বালাকোটে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র চালাত ইউসুফ আজহার। মাসুদ আজহারকে রাওয়ালপিন্ডি সেনা হাসপাতালে রাখা হল। ভারতের হাত থেকে মাসুদকে বাঁচানোর চেষ্টা পাকিস্তানের। মাসুদকে পাক সেনা হাসপাতালে রাখা হয়েছে।

ভারতীয় বায়ু সেনার স্ট্রাইকের পর রাজস্থানের চরু থেকে  প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি  বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলছি দেশ সুরক্ষিত হাতে আছে। আমি এই  মাটিকে  সাক্ষী রেখে বলছি  আমার  দেশের মাথা নীচু হতে  দেব না। আমি  কথা দিচ্ছি  দেশের গর্ব নষ্ট হতে  দেব না। পুলওয়ামায় জঙ্গি  হানার দু'সপ্তাহের মধ্যে  প্রতিশোধ নেয় ভারত। সীমান্ত পেরিয়ে  হাজার কিলো বোমা ফেলে  বহু জঙ্গিকে  নিকেশ করা হয়েছে। সেনা জানিয়েছে  রাত সাড়ে  তিনটে নাগাদ এই হামলা চলেছে। এবারই প্রথম  সীমান্ত পার করে কোনও অপারেশন চালাল বায়ু সেনা।

সভা  থেকে  প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনারা  আমাকে  বিশ্বাস করেন এবং ভালবাসেন বলেই আমি এত কাজ  করতে পারি। আর আপনাদের বলে রাখি সরকার  ব্যক্তির চেয়ে সমষ্টিকে  অধিক  গুরুত্ব দেয়।'
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment