পুলওয়ামা হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে পুরোদমে 'অপারেশন অল আউট'এ নামার আগে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হল। জঙ্গিদের বিরুদ্ধে কবে, কখন ও কীরকম অভিযান চালানো হবে তা ঠিক করবে সেনা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ''সন্ত্রাসবাদ দমনে ভারতীয় সেনাকে পুরো স্বাধীনতা দেওয়া হল। কী কায়দায় জবাব দেওয়া হবে তা ঠিক করবে নিরাপত্তা বাহিনী।''
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে কেউ কিছু বুঝে ওঠার আগে কনভয়ের মধ্যে ঢুকে পড়ে বিস্ফোরক বোঝাই গাড়ি। আর মুহূর্তে বিস্ফোরণ। আর সেই বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪০ জন সিআরপিএফ শহিদ হয়েছে।
কাশ্মীর ছুটে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। জওয়ানদের কফিন বহন করেন তিনি। এরপর প্রশাসনের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসেন। বৈঠক শেষে নাম না করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সের নেতাদের একহাত নেন রাজনাথ সিং। জানান, পাকিস্তান ও আইএসআইয়ের কাছ থেকে টাকা পাচ্ছে কিছু সংগঠন।
#WATCH: Home Minister Rajnath Singh and J&K DGP Dilbagh Singh lend a shoulder to mortal remains of a CRPF soldier in Budgam. #PulwamaAttack pic.twitter.com/CN4pfBsoVr
— ANI (@ANI) February 15, 2019
নিহত সেনাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন। বদলা নেওয়ার সুরে পরে রাজনাথ সিং জানান, হামলার জবাব দেবে ভারত। তিনি বলেন, ''বীর সিআরপিএফ জওয়ানদের আত্মত্যাগকে ভুলবে না দেশ। তাদের এই আত্মবলিদান বৃথা যাবে না।''
এদিন বিকেলে শ্রীনগরের বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজনাথ সিং। নজর দেওয়া হয়েছে সেনাদের নিরাপত্তায়। কাশ্মীরে সেনা কনভয় যাতায়াতের পথে কোনও সাধারণ গাড়ি, বাস চলবে না। সেই সময়টুকুর জন্য অন্যান্য পরিবহণ থমকে থাকবে। কনভয় পেরিয়ে যাওয়ার পর যেতে পারে সাধারণ পরিবহণ। সেনাদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিআরপিএফ সহ আধা সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই এই বিষয়ে এনএসএ অজিত দোভালের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। অবন্তীপুরায় ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে এনআইএ টিম।
ভয়াবহ এই জঙ্গি হামলার পরেই গোটা কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা। বন্ধ করে দেওয়া হল সমস্ত ইন্টারনেট। রেড অ্যালার্ট জারি ভারত-পাকিস্তান সীমান্তে।

0 comments:
Post a Comment