৪৮ ঘণ্টার মধ্যে ফের শহিদ সেনা, শনিবার জম্মু কাশ্মীরে আইইডি বিস্ফোরণ



পুলওয়ামার জঙ্গি হানার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীরের রাজৌরি। ঘটনায় শহিদ হয়েছেন এক সেনা আধিকারিক।

শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সেনা আধিকারিক। বিস্ফোরণটি ঘটে রাজৌরির নওসেরা সেক্টরের লাম ঝঙ্গর এলাকায়। পাক সীমান্ত লাগোয়া এই এলাকা। লাইন অফ কন্ট্রোল ঘেঁষা এই এলাকায় আচমকাই বিস্ফোরণটি ঘটে। মৃত্যু হয় ওই সেনা আধিকারিকের। জানা গিয়েছে টহল দেওয়ার সময় আইইডি বিস্ফোরণ সময়। আর তাতেই শহিদ হন সেনা মেজর।

রাজৌরিতেই বাবা খোদি এলাকায় সীমান্তপার থেকে এদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান আহত হন। পরে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলি বিনিময়। যা বজায় ছিল দিনভর।

শনিবার বিকেলে ৩ টে নাগাদ রাজৌরি জেলার নৌশেরা সেক্টেরে লাইন অব কন্ট্রোলে টহল দিচ্ছিলেন সীমান্তরক্ষী বাহিনী। ঠিক সেই সময়ই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

প্রতিরক্ষা মুখপাত্র লেফটেনেন্ট কর্নেল দেবেন্দর আনন্দ জানান, সীমান্তরেখার দেড় কিলোমিটার ভিতর একটি জায়গার টহলদারির সময়, এক জওয়ান দেখেন, সেখানকার মাটি সদ্য খোঁড়া হয়েছে।

জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখে থেকে দেড় কিলোমিটার দূরে রাখা ছিল আইইডি। সেটি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয়েছে এক মেজরের। আহত হয়েছেন এক জওয়ান। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের আধিকারিক ছিলেন তিনি। জঙ্গিরাই আইইডি সেখানে রেখে গিয়েছিল। রুটিন তল্লাশি চালানোর সময় ঘটনাটি ঘটে।

এখনও পুলওয়ামা হামলার রেশ কাটিয়ে উঠতে পারেনি দেশ। ফের আইইডি বিস্ফোরণে ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।

সূত্রে দাবি করা হচ্ছে বিস্ফোরকটি একটি আইইডি। পাকিস্তান সেনার ব্যাট বাহিনী কোনও একসময়ে নিয়ন্ত্রণ রেখার পার করে এসে আইইডি-টা পুঁতে রেখে গিয়েছিল। সেনাবাহিনী সূত্রে খবর প্রায়ই এভাবে নিয়ন্ত্রণ রেখা পার করে এসে ভারতীয় ভূখণ্ডে আইইডি রেখে যায় পাকিস্তান। কোনও সময় পাক সেনাদের নিজস্ব জওয়ানরা এতে জড়িত থাকে, কোনও সময়ে পাকিস্তানের মাটিতে ঘাঁটি গেড়ে বসে থাকা জঙ্গিরা এই কাজ করে। অধিকাংশ সময়েই সেই সব আইইডি-র হামলা এড়ানো সম্ভব হলেও অনেক সময় তা হয় না।

গত বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ হন ৪০ জন। এখনও ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এর মধ্যেই ফের রক্তাক্ত সীমান্ত।

এদিক সকালেই মহারাষ্ট্রের ইয়াবাতমালে গিয়ে ফের একবার হামলাকারীদের বার্তা দেন নরেন্দ্র মোদী। শুক্রবারের মতই এদিনও বললেন, নিরাপত্তা বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। পুলওয়ামায় ভয়াবহ হামলার পর এই নিয়ে তৃতীয়বার প্রত্যাঘাতের সুর চড়ালেন প্রধানমন্ত্রী।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment