সোশ্যাল মিডিয়ায় ফাঁস মাধ্যমিকের প্রশ্নপত্রের ছবি, চাঞ্চল্য রাজ্যে



মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আর শুরুর দিনেই একেক পর এক বিভ্রান্তিকর ঘটনা প্রকাশ্যে আসছে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে পড়ল এবারও। পরীক্ষা শুরুর পরই প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে মোবাইলে মোবাইলে।

প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ছড়িয়ে দেওয়া হয় মোবাইলে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্যে।

জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের মোবাইলে আসে এই ফাঁস হওয়া প্রশ্নপত্রের ছবি। তিনিও হতবাক মোবাইলে ফাঁস হওয়া ছবি দেখে।

প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার বিষয়টির তথ্য তালাশ শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। গতবছরও স্কুলের ভিতর থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। তা নিয়ে রাজ্য উত্তাল হয়। এবার তাই কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছিল পর্যদ। মোবাইল-ইন্টারনেটেও নিয়ন্ত্রণ করা হয়েছিল। তারপরও ঘটে গেল প্রশ্নপত্র ফাঁসের ঘটনা।

স্কুল সূত্রে জানা গিয়েছে, বর্ধমান রাজ স্কুলকে এবারে পর্ষদের অধীনে মেন ভেনু করা হয়। এই স্কুল থেকেই অন্যান্য বেশ কয়েকটি স্কুলে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বর্ধমান শহরের একটি স্কুলে এক পরীক্ষার্থীকে প্রশ্ন দেওয়ার সময় তার প্রশ্নপত্রটি ছেঁড়া থাকায় সে তা নিতে অস্বীকার করে। তার ফলেই রাজ স্কুল থেকে অন্য প্রশ্নপত্র নিয়ে যাওয়া হয়। আর এই গোটা বিষয়টিকেই ব্যাখ্যা হয় অন্যভাবে।

এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। ছাত্রদের থেকে এবারও ছাত্রীদের হার বেশি। প্রায় ১৩ শতাংশ বেশি ছাত্রী এবার মাধ্যমিক দিচ্ছেন।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment