বিমান হাইজ্যাকের চেষ্টা, জরুরী অবতরণ, পাইলটের তত্‍পরতায় গ্রেফতার বন্দুকবাজ


চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাত্‍ একটি বিমান ছিনতাইয়ের খবর আসে। চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুবাইগামী বিমানটি উড়ানের পরই জরুরী অবতরণ করে। এরপরই জানা যায় বিমানটি হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছে।

বাংলাদেশে ঢাকা থেকে দুবাইগামী বিমান হাইজ্যাকের ঘটনায় সন্দেহভাজনকে গ্রেফতার করলেন নিরাপত্তারক্ষীরা। প্লেন হাইজ্যাকের হুমকি ফোন আসার পরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে বিমান।

তারপরই যাত্রীদের নিরাপদে নামিয়ে সন্দেহভাজনকে বিমানের মধ্যে ঘিরে ফেলা হয়। ঘণ্টা খানেকের চেষ্টায় সন্দেহভাজনকে গ্রেফতার করতে সম্ভভবপর হন নিরাপত্তাকর্মীরা।

কোনও যাত্রী হতাহত হননি। পাইলট ও দুই স্ক্রুকেও নিরাপদে বের করে আনা গিয়েছে। তবে ককপিটে ঢুকে বিমান অপহরণের হুমকি দেওয়ার পর চট্টগ্রাম বিমানবন্দরের কড়া নিরাপত্তা ভেদ করে পালাতে পারেনি সন্দেহভাজন।

ঢাকা বিমানবন্দর থেকে উড়ানের পরই ককপিটে ঢুকে বন্দুকবাজ হুমকি দেয় বিমান হাইজ্যাকের। তারপরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করানো হয় বিজি-১৪৭ বিমানটিকে।

পুলওয়ামার জঙ্গী হামলার পর ভারতে বিমান ছিনতাইয়ের হুমিক এসেছিল। যার ফলে শনিবারিই দেশের সমস্ত বিমানবন্দরে বাড়তি সর্তকতা জারি করা হয়েছে। এরকম অবস্থায় বাংলাদেশ থেকে বিমান ছিনতাই করে ভারতে জঙ্গি হামলার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ওয়াকিবহাল মহল। স্বাভাবিকভাবেই দেশের সীমান্ত বরাবর বাড়তি সর্তকার প্রয়োজনীয়তার কথা বলেছেন ওয়াকিবহাল মহলের একাংশ।








Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment