সোশ্যাল মিডিয়ায় গুজব, শিশু চোর সন্দেহে পর পর গণপিটুনি, মৃত্যু যুবক ও প্রৌঢ়ার



 শিশু চোর সন্দেহে পর পর গণপিটুনির ঘটনা, একই দিনে ২ ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে।

প্রথম ঘটনাটি ঘটে রবিবার সকালে। মগরাহাটের মুলটি বাণীবেড়িটি মাজার এলাকায় শিশু চোর সন্দেহ গণপিটুনিতে মৃত্যু হয় সুমন দাস নামে এক যুবকের। সুমন দাস ওড়িশার বাসিন্দা। তিনি কাপড়ের ব্যবসায়ী বলে জানা গিয়েছে।

তার আগে শিশু চোর সন্দেহে এক ব্যবসায়ী যুবককে গণপিটুনি দেওয়া হয়। মৃত্যু হয় ওই যুবকের।

এরপরেই শিশু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ার।  চাঁদপুরে গণপিটুনিতে আহত হন প্রৌঢ়া। তাঁকে পুলিশ উদ্ধার করে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্‍সকরা প্রৌঢ়াকে মৃত বলে ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়ায় গুজব ছাড়ানোরও অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment