ক্ষমতায় এলে তিন তালাক বিরোধী আইন বাতিল করবে, ঘোষণা কংগ্রেসের



কংগ্রেস ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত তিন তালাক বিরোধী বিল ছুঁড়ে ফেলবে কংগ্রেস। বৃহস্পতিবার পরিস্কার ভাষায় জানিয়ে দিলেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রধান কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব।

সংখ্যালঘু শাখার একটি অনুষ্ঠানে সুস্মিতা দেব জোর গলায় বলেন, ''২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় আসবে। তারপর এই তিন তালাক বিল বাতিল করা হবে। কংগ্রেস এই প্রতিশ্রুতি দিল।''

কংগ্রেস নেত্রীর এই ঘোষণার তীব্র বিরোধীতা করে বিজেপি। জানিয়েছে, লোকসভা ভোটের আগে মুসলিম তোষণ শুরু করেছে কংগ্রেস।

কংগ্রেস নেত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিতর্ক। বিজেপি কটাক্ষ করে বলেছেন, বিজেপি নেত্রীর মন্তব্যেই স্পষ্ট, কংগ্রেস ক্ষমতায় এলে মুসলিম মহিলাদের কতটা উন্নয়ন হবে।

বিজেপি দলের মুখপাত্র সম্বিত পাত্র জানান, তিন তালাক বিলটি কংগ্রেস বাতিল করে দেবে বলছে। এতেই বোঝা যায় তাদের চিন্তা ভাবনা কতটা প্রাচীনপন্থী। সুপ্রিম কোর্টের প্রতিও তাদের আস্থা নেই। গত আগস্টেই তিন তালাককে নিষিদ্ধ ঘোষণা করে শীর্ষ আদালত।

যখন কংগ্রেস নেত্রী সুস্মিতা এই কথাগুলি বলছেন তখন সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং দলের সভাপতি রাহুল গান্ধী।


Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment