কাশ্মীরে বড় সাফল্য ভারতীয় সেনার, খতম ৩ জইশ জঙ্গি



কাশ্মীরে বড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী খতম করল তিন জইশ জঙ্গিকে । আজ রবিবার সকাল থেকে জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার তারিগ্রামে সেনা-জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

সেনা জঙ্গি দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ে তিন জইশ জঙ্গিকে খতম সেনা। কুলগামে সেনাজঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হলের এক বরিষ্ঠ পুলিস আধিকারিকের।

রবিবার জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কুলগামের তুরিগাম এলাকায় তল্লাশি শুরু করে সিআরপিএফ ও সেনা। তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তখনই গুলি লাগে কুলগামের ডেপুটি পুলিস সুপার অমন কুমারের দেহে। এদিনের অভিযানে পুলিসবাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন দক্ষ এই আধিকারিক।




অভিযানে ৩ জঙ্গিকে খতম করা হয়েছে বলে বাহিনীর তরফে জানানো হয়েছে।  এখনও বেশ কয়েকজন জইশ জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করছে পুলিশ এবং সেনাবাহিনীর আধিকারিকরা। আর তাদের খোঁজে শুরু হয়েছে জোর তল্লাশি অভিযান।

এই এলাকাতেই ছিল কুখ্যাত জঙ্গি বুরহান ওয়ানির ডেরা। শ্রীনগর থেকে প্রায় ৬৮ কিলোমিটার দক্ষিণে কুলগামে মাঝে মাঝেই অভিযান চালায় যৌথবাহিনী।

পুরো এলাকা ঘিরে ধরে চলছে এই অভিযান। প্রসঙ্গত, গত কয়েকদিন আগে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরের পুলওয়ামাতে। সেই ঘটনায় গোটা দেশ গর্জে উঠেছে।

গোটা কাশ্মীরে জঙ্গিদের চিহ্ন মিটিয়ে দিতে এর মধ্যেই সেখানে পৌঁছেছে প্রায় ১০,০০০ অতিরিক্ত বাহিনী।

গত সপ্তাহে কাশ্মীকে সিআরপিএফ-এর কনভয়ে জঙ্গি হামলার পর থেকেই উত্তেজনা রয়েছে উপত্যকা জুড়ে।  বদলা নেওয়ার দাবিতে ফুঁসছে দেশবাসী।







Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment