বাহিনীর নিরাপত্তায় বড় সিদ্ধান্ত মোদী সরকারের, এবার থেকে বিমানে শ্রীনগরে যাবেন জওয়ানরা



বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সড়কপথে নয়, এবার থেকে বিমানে জম্মু থেকে শ্রীনগরে যাবেন জওয়ানরা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জওয়ানদের এয়ার ট্রাভেলে শিলমোহর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিএসএফ, অসম রাইফেলস, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, এনএসজি ও আইটিবিপি জওয়ানদের এবার থেকে কাশ্মীর উপত্যকায় মোতায়েনের জন্য আকাশপথে জম্মু থেকে শ্রীনগরে নিয়ে যাওয়া হবে।

জওয়ানদের নিরাপত্তার কথা ভেবেই আধাসামরিক বাহিনীকে বিমানে শ্রীনগর নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে এবার থেকে বাহিনীর আধিকারিক ও জওয়ানরা আকাশপথে শ্রীনগর যাবেন ও শ্রীনগর থেকে ফিরবেন।

এর ফলে ছুটিতে কাশ্মীর থেকে ফেরার সময় কিংবা কাশ্মীরে যাওয়ার সময় অসুবিধায় পড়তে হবে না জওয়ানদের।

বাহিনীতে যোগদান ও ছুটিতে যাওয়া দুই ক্ষেত্রেই জওয়ানদের বিমানে যাতায়াতের ব্যবস্থা করবে কেন্দ্র। এক জায়গা থেকে অন্য জায়গায় জওয়ানদের সরাতেও ব্যবহার করা হবে বিমান। অকাশপথে দিল্লি - শ্রীনগর, শ্রীনগর - দিল্লি, জম্মু - শ্রীনগর, শ্রীনগর - জম্মুর মধ্যে যাতায়াত করবেন জওয়ানরা।

এরই মধ্যে নতুন করে হামলার সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দারা। আরও বড় মাপের জঙ্গিহানার ছক কষছে জইশ-ই-মহম্মদ। গোয়েন্দারা জানতে পেরেছেন হামলায় ব্যবহার হতে পারে প্রায় ৫০০ কেজি আরডিএক্স।
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment