বসন্তে জোড়া কালবৈশাখীর তাণ্ডব, বিপর্যন্ত কলকাতা মহানগরী, ৪৮ ঘণ্টায় ফের দুর্যোগের সম্ভাবনা



বসন্তের জোড়া কালবৈশাখীতে রীতিমত বিপর্যস্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। চলে শিলাবৃষ্টি।

বছরের প্রথম কালবৈশাখীর দাপটে লন্ডভন্ড কলকাতা সহ দক্ষিণবঙ্গ। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়া মিশে আবহাওয়ার এই পরিবর্তন। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে দুটি কালবৈশাখী আছড়ে পড়ে। সোমবার ভোর ৩.‌৫৫ মিনিটে ঘণ্টায় ৪৪ কিলোমিটার বেগে প্রথম কালবৈশাখী আছড়ে পড়ে। এরপর ভোর ৪.‌২৫ মিনিটে ঘণ্টায় ৫৬ কিলোমিটার বেগে দ্বিতীয় কালবৈশাখী ধেয়ে আসে।

যে বিপর্যয়ের জেরে শহর কলকাতার একের পর এক রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বেশ কয়েকটি এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুত্‍ সংযোগ। শহর কলকাতা ছাড়িয়ে সুদূর জেলাতেও প্রায় একই অবস্থা। হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরও ঝড়ের তাণ্ডবে কার্যত বিধ্বস্ত।

শহরের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে বিপর্যয়ের মাত্রা বেড়েছে। সল্ট লেক বালিগঞ্জে গাছ পড়ে বেহাল অবস্থা রাস্তার। এছাড়াও বিদ্যুত্‍ বিভ্রাটের খবর রয়েছে আনোয়ারশাহ রোড, কসবা,সাদার্ন অ্যাভিনিউএর মত জায়গায়। বিপর্যস্ত দক্ষিণবঙ্গের রেল পরিষেবা।

আধঘণ্টার মধ্যে দুটি পর পর ঝড়ের তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে যায় রবিবারের রাত। প্রথম ঝড়ের রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ঝড়টি শুরু হয়। উল্লেখ্য, ঝড়ের দাপট কলকাতা ছাড়িয়ে, হাওড়া, হুগলি, পুরুলিয়া,ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই মেদিনীপুরেও দেখা যায়। ঝড়ের ফলে ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে বিদ্যুত্‍ বিচ্ছিন্ন হয়ে যায়।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী ৪৮ ঘণ্টায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাল সঙ্গে পূবালী হাওয়ার সংঘাতের জেরেই বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টির সম্ভাবনা হয় শহরের বিভিন্ন জায়গায়। আর এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আগামী ৪৮ ঘণ্টায় আকাশ মেঘলা থাকবে , ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে, মত্‍সজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, এই কালবৈশাখীর প্রভাবে এক ধাক্কায় ৫ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রার পারদ। কলকাতার পারদ ১৬.৮ ডিগ্রিতে গিয়ে দাঁড়িয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গেই বজ্রবিদ্যুত্‍ সহ তুমুলু বৃষ্টিতে এক ধাক্কায় নেমে গিয়েছে তাপমাত্রার পারদ।

গাছ ভেঙে পড়েছে শ্যামবাজার, এজেসি বোস রোড, সাদার্ন অ্যাভিনিউ, সল্ট লেক, ময়দান, বালিগঞ্জ, লেক গার্ডেন্স সহ বিভিন্ন এলাকায়। হোর্ডিং, ব্যানার, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে।

বিদ্যুত্‍ এবং টেলিফোনের তার ছিঁড়ে পড়ে অনেক জায়গাতেই সংযোগ বিচ্ছিন্ন। এজেসি বোস রোড, পার্ক সার্কাস এলাকায় জল জমে গিয়ে ট্র‌্যাফিক পরিষেবা ধীর গতিতে চলছে। আনোয়ার শাহরোডে ভেঙে পড়েছে একটি বহুতলের সীমানার পাঁচিলের একাংশ। সল্ট লেকের সেন্ট্রাল পার্কে রাজ্য সরকারের উদ্যোগে চলা সরস মেলাও লন্ডভন্ড হয়ে গিয়েছে। সোমবার সপ্তাহের প্রথম কাজের দিন হওয়ায় গাছ, হোর্ডিং, তার ছিঁড়ে রাস্তা আটকে যাওয়ায় সকালে সমস্যা হয় যান চলাচলে।

কালবৈশাখীতে বিপর্যস্ত ট্রেন পরিষেবা। সপ্তাহের প্রথম কাজের দিনে নাকাল নিত্যযাত্রীরা। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল।

এদিকে আবার সুন্দরবনের ঝড়খালিতে প্রবল ঝড়ে নৌকা থেকে পড়ে মারা গেলেন এক পর্যটক
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment