পুলওয়ামার কাপুরুষোচিত জঙ্গি হামলার কড়া নিন্দা প্রধানমন্ত্রীর, হামলার জবাব দেওয়া হবে রাজনাথের বার্তা


কাশ্মীরের অবন্তীপুরায় সিআরপিএফ কনভয়ে ভয়াবহ জঙ্গি হামলায় শহিদের সংখ্যা ৪২। বৃহস্পতিবার দুপুরে এই হামলার পর থেকে ক্রমশ বাড়তে থাকে মৃতের সংখ্যা। ভয়ঙ্কর এই হামলার ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। ঘটনায় দুঃখপ্রকাশ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজনাথ সিং।

জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর সিআরপিএফ কনভয়ে ভয়ংকর জঙ্গি হামলার কড়া ভাষায় নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ট্যুইটারে তিনি লেখেন, এই কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করছেন তিনি। আমাদের সাহসী বীর শহিদ জওয়ানদের এই বলিদান বিফলে যাবে না। শহিদদের পরিবারের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে গোটা দেশ।  আহত জওয়ানদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

জঙ্গি হামলার বদলা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রীও।  স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তাঁর ট্যুইটে লিখেছেন, জঙ্গিদের উচিত্‍ শিক্ষা দেওয়া হবে। তাদের এই হামলার জন্য এমন শিক্ষা দেওয়া হবে, যা তারা ভুলতে পারবে না।

একইসঙ্গে ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এ ধরণের কাপুরুষোচিত হামলা অত্যন্ত বেদনাদায়ক ও কষ্টকর। শহিদ জওয়ানদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন।  দেশের জন্য যে সিআরপিএফ জওয়ান শহিদ হলেন তাঁদের কুর্নিশ জানান তিনি।

ভারত উরি সন্ত্রাসের জবাব দিয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক করে। এবার পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলার পর কী হতে চলেছে?

অবশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং যে বার্তা দেশবাসীকে দিলেন তাতে আস্থা পাওয়ার মতো অনেক কিছুই রয়েছে।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাত্‍কারে রাজনাথ জানিয়েছেন, 'এই জঙ্গি হামলার পিছনে রয়েছে পাকিস্তানের মাটিতে সন্ত্রাসবাদী সংগঠন চালানো জয়স-ই-মহম্মদ। আমি দেশবাসীকে এটা নিশ্চিত করতে চাই যে এর সমুচিত জবাব দেওয়া হবে। যে সব জওয়ান এই হামলায় শহিদ হয়েছেন তাদের জন্য দেশজুড়ে শোকপালন চলবে।'

শুক্রবার রাজনাথ সিংয়ের বিহারে যাওয়ার কর্মসূচি ছিল। তা তিনি বাতিল করেন। শুক্রবারই শ্রীনগরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রীনগরে পৌঁছেই রাজনাথ সিং উচ্চ পদস্থ নিরাপত্তা আধিকারিক এবং পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন।

এর আগে উরি আর্মি ক্যাম্পে কাপুরুষোচিত জঙ্গি হানার ঘটনা ঘটায় জঙ্গিরা। গত ১৮ সেপ্টেম্বর ২০১৬-র সেই হানায় ১৯ জন জওয়ান শহিদ হন। পরে তার প্রত্যুত্তরে পাকিস্তানে ঢুকে পাক মদতপুষ্ট জঙ্গি ডেরায় হামলা চালায় ভারত। সেই সার্জিক্যাল স্ট্রাইকের জেরে বেশ কিছুদিন স্তব্ধ হয়ে যায় পাক মদতপুষ্ট জঙ্গিদের হামলার চেষ্টা। তারপর ফের এদিন এক জঙ্গি হানার ঘটনা ঘটাল তারা। এর প্রত্যুত্তরেও কী তবে ফের সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত এর জবাব দেবে? 
Share on Google Plus
JanaSoftR

0 comments:

Post a Comment